শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানে চোখ হারানো ৪ তরুণের বিষপান; কারণ হিসাবে যা জানালো সহযোদ্ধারা ◈ বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালায় বড় সংশোধন আসছে ◈ অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু, ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ গার্মেন্টস মালিকদের দুর্দশা দেখার কেউ নেই: অনন্ত জলিল (ভিডিও) ◈ নিষেধাজ্ঞা ও কলম বিরতির ফাঁদে বেনাপোল বন্দরের আমদানি, রফতানি, বানিজ্য ও রাজস্ব ঘাটতি বাড়ছে! ◈ বাংলাদেশের দুটি চিকেন নেক ভারতের চেয়েও স্পর্শকাতর— আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর কৌশলগত হুঁশিয়ারি ◈ জাতীয় স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না: মামুনুল হকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার আশ্বাস ◈ জাপান সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ও প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা ◈ সরকারি চাকরি অধ্যাদেশ জারি, যে চার অপরাধে শাস্তি ◈ এমপি মনোনয়ন পেলেন আমীর হামজা

প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ২৬ মে, ২০২৫, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব থেকে বের করে দেওয়া হলো হাজারো পাকিস্তানিকে

ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।

শুধু সৌদি আরবই নয়, একই অভিযোগে গত ১৬ মাসে ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকেও ফেরত পাঠানো হয়েছে আরও ৩৬৯ জন পাকিস্তানিকে।

সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির এক অধিবেশনে এ তথ্য তুলে ধরেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিক্ষাবৃত্তির অভিযোগে ফেরত আসা এসব নাগরিকের একটি তালিকা প্রস্তুত করেছে, যা দেশটির সংবাদমাধ্যম জাতীয় দৈনিক ডনের হাতে এসেছে।

ভিক্ষাবৃত্তির মতো কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় ফেরত আসা নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। এক বিবৃতিতে তিনি জানান, এইসব নাগরিকের পাসপোর্ট বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

তিনি আরও বলেন, যাদের পাসপোর্ট বাতিল করা হবে, তারা আগামী পাঁচ বছর পর্যন্ত নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না।

প্রসঙ্গত, বিদেশে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়া পাকিস্তানি নাগরিকদের বিষয়টি দীর্ঘদিন ধরে দেশটির জন্য একটি অস্বস্তিকর সংকট হয়ে রয়েছে। দরিদ্রতা ও প্রলোভনের শিকার হয়ে অনেক পাকিস্তানি নাগরিক নিজেদের সহায়-সম্পদ বিক্রি করে ভুয়া এজেন্টদের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাড়ি জমান। বিদেশে গিয়েও কাজ না পেয়ে তারা শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তিতে নাম লেখান।

এ ছাড়া হজ কিংবা ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে অবস্থান দীর্ঘায়িত করে অনেকেই সেখানে অবৈধভাবে বসবাস শুরু করেন এবং জীবিকা নির্বাহের উপায় হিসেবে ভিক্ষাকেই বেছে নেন।

এই প্রবণতা বন্ধে পাকিস্তান সরকার নানা পদক্ষেপ নিলেও বাস্তব ক্ষেত্রে তেমন ফল মিলছে না। বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সূত্র : ডন, জিও টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়