কুমিল্লা, ২৬ মে ২০২৫ – আন্তর্জাতিকভাবে “ডেভিলস ব্রেথ” (Devil’s Breath) নামে পরিচিত বিপজ্জনক মাদক ‘শয়তানের নিশ্বাস’ আবারও বাংলাদেশের জনজীবনে আতঙ্ক ছড়াচ্ছে। সর্বশেষ ঘটনায় কুমিল্লার এক ব্যবসায়ী এই মাদকের শিকার হয়েছেন বলে জানিয়েছে বৈশাখী টেলিভিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদন।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, অজ্ঞাত এক ব্যক্তি তার কাছে ঘনিষ্ঠভাবে আসার কিছুক্ষণের মধ্যেই তিনি স্বজ্ঞানে টাকা-পয়সা সব দিয়ে দিচ্ছে লোকটিকে।
বিশেষজ্ঞদের মতে, এই মাদকটির মূল উপাদান স্কোপোলামিন (Scopolamine)— যা নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করালে ব্যক্তি নিজে থেকে চিন্তা ও প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভিকটিম সম্পূর্ণরূপে অপরাধীর নিয়ন্ত্রণে চলে যায়।
বিশেষ সতর্কতা ও পরামর্শ:
অপরিচিত কাউকে নিজের খুব কাছাকাছি আসতে না দেওয়া।
একা ভ্রমণকালে সতর্ক থাকা এবং সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে দ্রুত নিরাপত্তা বাহিনীর সহায়তা নেওয়া।
অপরিচিত কেউ কিছু খেতে বা শুঁকতে বললে তা এড়িয়ে চলা।
জননিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, জনগণকেও এই ধরনের অপরাধ প্রতিরোধে সচেতন ও সতর্ক হতে হবে।
বিস্তারিত দেখুন ভিডিওতে