শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ০১:৪৯ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাচ্ছে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে। এরইমধ্যে প্রায় ১৮ হাজার বিদ্যালয়ে এই সংযোগ স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। বাকি বিদ্যালয়গুলোতেও দ্রুত সংযোগ কার্যক্রম শেষ করার লক্ষ্যে জোর তৎপরতা চলছে।

জানা গেছে, প্রকল্পের মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমার মধ্যে সব বিদ্যালয়ে ইন্টারনেট পৌঁছে দিতে ঈদুল আজহাসহ অন্যান্য সরকারি ছুটিতেও আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী) প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য আইএসপি প্রতিষ্ঠানগুলোকে উপজেলাভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্তত তিন দিন আগে অবহিত করতে বলা হয়েছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, অবশিষ্ট বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় নেটওয়ার্ক অবকাঠামো তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন সংযোগ স্থাপনের কাজ চলছে এবং তা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। সংযোগ প্রদান ও সমন্বয়ের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষায় এক নতুন যুগের সূচনা হবে। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা সহজে অনলাইন শিক্ষাসামগ্রী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা পদ্ধতির সঙ্গে পরিচিত হতে পারবে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়