শিরোনাম
◈ তফসিল ঘোষণা ডাকসু নির্বাচনের ◈ কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: ফখরুল ইসলাম ইসলাম ◈ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার: চিফ প্রসিকিউটর ◈ পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারীসহ’ নিহত ৩ ◈ প্রাথমিকের ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি ◈ অভিনেতা রাজকুমার রাও এর বিরুদ্ধে ‘জামিন অযোগ্য’ গ্রেফতারি পরোয়ানা জারি! ◈ ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, পথে দুই পক্ষকেই পেটাল জনতা! ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থানে থাকলে ভবিষ্যৎ ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ঝুঁকি ◈ এনসিপির কাছে নীলা ইস্রাফিলের প্রশ্ন— আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন? ◈ ক্ষমতাচ্যুত হাসিনার অডিওতে এখনো প্রতিশোধপরায়ণতা: ড. আসিফ নজরুল

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পারমাণবিক শিল্প গভীরভাবে প্রোথিত, হামলায় ক্ষতিগ্রস্ত করা যাবে না

ইরানের আণবিক সংস্থার (এইওআই) মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি গভীরভাবে প্রোথিত এবং ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আক্রমণ সত্ত্বেও এটি আবারও বিকশিত হবে।

তিনি জোর দিয়ে বলেন, দেশের পারমাণবিক শিল্পের ভিত্তি শক্তিশালী, সামরিক হামলা বা চাপ দ্বারা এটি ক্ষতিগ্রস্ত করা যাবে না।

১২ দিনের ইসরায়েল-চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে সাম্প্রতিক ইসরায়েলি-মার্কিন যৌথ আক্রমণের কথা উল্লেখ করে কামালভান্দি বলেন, "আমাদের দেশের পারমাণবিক শিল্প গভীরভাবে প্রোথিত এবং যা কিছু প্রোথিত তা আক্রমণ বা চাপ দ্বারা ক্ষতিগ্রস্ত করা যাবে না - এটি আবারও প্রস্ফুটিত হবে।"

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র দূত স্টিভ উইটকফের নেতৃত্বে তেহরান ও ওয়াশিংটন আলোচনায় লিপ্ত ছিল এবং ওমানের মধ্যস্থতায় পাঁচ দফা পরোক্ষ আলোচনা পরিচালনা করেছিল। এরই মধ্যে ইসরায়েল বিনা উস্কানিতে ধারাবাহিক আগ্রাসন শুরু করলে প্রক্রিয়াটি বিপর্যস্ত হয়।

১৩ জুন ইহুদিবাদী সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন যুদ্ধ শুরু করে। ১২ দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা চালায়। ইসরাইলের সাথে যুদ্ধে যোগ দিয়ে ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোরদো এবং ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক আক্রমণ চালায়।

আগ্রাসনের পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস তথা আইআরজিসির মহাকাশ বাহিনী অপারেশন ট্রু প্রমিজ ৩-এর অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ফলে অধিকৃত অঞ্চলের শহরগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এছাড়াও, মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়। সূত্রঃ মেহর নিউজ  
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়