ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এর প্রতিবেদন থেকে জানা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় আইনি জটিলতায় জড়িয়েছেন রাজকুমার।
শুধু অভিনেতাই নন, পরিচালক অজয় কে পান্নালাল ও প্রযোজক টনি ডি সুজাও আইনি জটিলতায় জড়িয়েছেন। তাদের বিরুদ্ধেও জারি হয় গ্রেফতারি পরোয়ানা।
জানা যায়, ২০১৭ সালে ‘বেহেন হোগি তেরি’ সিনেমার পোস্টার ও গল্পে সনাতন ধর্মকে অবমাননা করায় মামলা দায়ের করে স্থানীয় শিবসেনার সদস্যরা। সে মামলাতেই গ্রেফতারি পরোয়ানা জারি হয় তাদের।
গ্রেফতারি পরোয়ানা জারি হলে রাজকুমার সোমবার (২৮ জুলাই) জলন্ধার আদালতে তড়িঘড়ি করে আত্মসমর্পণ করেন এবং ব্যক্তিগতভাবে তার লিখিত জবাব জমা দেন। জবাবে আদালত সন্তুষ্ট হলে তিনি জামিন পান।
আট বছরের পুরনো এ মামলায় উভয় পক্ষের বক্তব্য নতুন করে শুনতে আদালত আগামী শুনানির তারিখ নির্ধারণ করেছেন ৩০ জুলাই। শুনানির পরই এ মামলার রায় প্রদান করবে ভারতীয় আদালত।
প্রসঙ্গত, আদালতে আত্মসমর্পণ প্রসঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি বলিউড অভিনেতা রাজকুমার রাও।