শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পণ্যে ৩৫% পর্যন্ত শুল্ক ১ আগস্ট থেকে, ছাড় নয়: ট্রাম্প প্রশাসন ◈ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড: ইতিহাসে প্রথমবার ৪ বিলিয়ন ডলার অতিক্রম ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্য দেবেন যারা ◈ চীনের ভয়ঙ্কর 'অদৃশ্য মারণাস্ত্র' এইচপিএম: বিশ্বজুড়ে উদ্বেগ, ভারত-যুক্তরাষ্ট্রেও চিন্তার ভাঁজ! (ভিডিও) ◈ দিল্লির গাজিয়াবাদে ‘ভুয়া রাষ্ট্রদূত’ ধরা পড়লেন: ৩০০ কোটি রুপি পাচার, জাল দূতাবাস চালিয়ে বিদেশ সফর ১৬২ বার! ◈ অস্ত্র যদি হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন, বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ: বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ◈ অ্যাসাইলাম আবেদন করলেই পাসপোর্ট দিচ্ছে না বাংলাদেশ মিশন, বিপাকে অস্ট্রেলিয়ায় শত শত বাংলাদেশি! ◈ বাংলাভাষী মুসলিমদের আটক করা ‘অবৈধ’, বাংলাদেশে পুশইন নিয়ে আরও যা বললেন ওয়াইসি ◈ যিনি প্রধানমন্ত্রী হোন তিনি তার পকেটে ক্ষমতা নিয়ে থাকেন: জোনায়েদ সাকি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০১:৩৪ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলে হয়ে কেন বউ হলেন? ব্যাখ্যা দিলেন সেই নববধূ: বেরিয়ে এলো ধরা খাওয়ার চাঞ্চল্যকর তথ্য (ভিডিও)

রাজবাড়ীতে এক কিশোরের নারী সেজে বিয়ে করে দুই মাসেরও বেশি সময় ধরে সংসার করার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কিশোর নিজের পরিচয় গোপন করে এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং শ্বশুরবাড়িতে নববধূর মতোই বসবাস করতে থাকে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, প্রায় আড়াই মাস আগে কোরবানির ঈদের দিন শান্ত নামে এক যুবকের সঙ্গে সামিয়া আক্তার পরিচয় দিয়ে শাহিনুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে শান্তর বাড়িতেই থাকছিল। তবে কিছুদিন পর থেকেই তার আচার-আচরণে পরিবারের সদস্যদের সন্দেহ হতে শুরু করে।

শান্ত'র মা জানান, তিনি পুত্রবধূর কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলেও লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানাতে পারেননি। তার মনে হয়েছিল, বিষয়টি প্রকাশ করলে মানুষ ভাবতে পারে যে তিনি তার পুত্রবধূকে পছন্দ করছেন না, তাই মিথ্যা অপবাদ দিচ্ছেন।

তবে সন্দেহ বাড়তে থাকলে একপর্যায়ে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা একত্রিত হয়ে সামিয়াকে তার আসল পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে অস্বীকার করলেও পরে চাপের মুখে সে স্বীকার করতে বাধ্য হয় যে সে নারী নয়, একজন পুরুষ।

একজন প্রতিবেশী জানান, "আমরা তার কাপড় খুলে দেখি যে সে পুরুষ। পুরুষের যা থাকে, তারও তাই আছে।" আরেকজন বয়স্ক নারী জানান, তিনি আগেও সন্দেহ থেকে সামিয়াকে জিজ্ঞেস করেছিলেন সে ছেলে না মেয়ে, কিন্তু তখন সে বিষয়টি এড়িয়ে যায়।

ঘটনাটি উন্মোচিত হওয়ার পর এলাকাবাসী অভিযুক্ত শাহিনুরকে তার গ্রামের বাড়ি চট্টগ্রামে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত শাহিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায়, তার কিছু শারীরিক ও হরমোনজনিত সমস্যা রয়েছে, যার কারণে তার মধ্যে মেয়েলি স্বভাব বেশি। সে আবেগের বশে এই ভুল করেছে বলে দাবি করে এবং এর পেছনে তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলে জানায়।

এই ঘটনায় হতবাক পরিবার ও এলাকাবাসী প্রতারণার শিকার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়