শিরোনাম
◈ চীনের ভয়ঙ্কর 'অদৃশ্য মারণাস্ত্র' এইচপিএম: বিশ্বজুড়ে উদ্বেগ, ভারত-যুক্তরাষ্ট্রেও চিন্তার ভাঁজ! (ভিডিও) ◈ দিল্লির গাজিয়াবাদে ‘ভুয়া রাষ্ট্রদূত’ ধরা পড়লেন: ৩০০ কোটি রুপি পাচার, জাল দূতাবাস চালিয়ে বিদেশ সফর ১৬২ বার! ◈ অস্ত্র যদি হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন, বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ: বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ◈ অ্যাসাইলাম আবেদন করলেই পাসপোর্ট দিচ্ছে না বাংলাদেশ মিশন, বিপাকে অস্ট্রেলিয়ায় শত শত বাংলাদেশি! ◈ বাংলাভাষী মুসলিমদের আটক করা ‘অবৈধ’, বাংলাদেশে পুশইন নিয়ে আরও যা বললেন ওয়াইসি ◈ যিনি প্রধানমন্ত্রী হোন তিনি তার পকেটে ক্ষমতা নিয়ে থাকেন: জোনায়েদ সাকি ◈ কচুয়ায় বিএনপির গণমিছিলে হামলা, আহত ১০ ◈ মুরাদনগরে ধর্ষণ ঘটনার প্রতিবেদন জমা দিয়েছেন কুমিল্লার এসপি ◈ যে কারণে বিএনপির ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ১০:১৯ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাসাইলাম আবেদন করলেই পাসপোর্ট দিচ্ছে না বাংলাদেশ মিশন, বিপাকে অস্ট্রেলিয়ায় শত শত বাংলাদেশি!

ভ্রমণ, শিক্ষার্থী বা বিভিন্ন ভিসায় অস্ট্রেলিয়ায় এসে অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করা বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করছে না সেখানকার বাংলাদেশ মিশন। এতে স্বাস্থ্যসেবা, শিক্ষার মতো সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এসব বাংলাদেশি। প্রবাসজীবন নিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। বাংলাদেশ মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, এ ধরনের আবেদন গ্রহণের বিষয়ে তাঁদের কাছে কোনো দিকনির্দেশনা নেই।

সিডনির লাকেম্বায় এক ক্যাফেতে কথা হয় অস্ট্রেলিয়ায় সদ্য স্নাতকোত্তর শেষ করা এক শিক্ষার্থীর সঙ্গে। নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেন, ‘আমার স্টুডেন্ট ভিসার মেয়াদ প্রায় শেষ। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই এখানে অ্যাসাইলামের জন্য আবেদন করতে বাধ্য হয়েছি। এর মধ্যেই আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। নতুন পাসপোর্টের জন্য সিডনি কনস্যুলেটে যোগাযোগ করলে তারা আমার আবেদন গ্রহণই করল না।’

এই শিক্ষার্থী বলেন, ‘আমার পড়াশোনা আছে, যোগ্যতা আছে; কিন্তু একটা ভালো চাকরির জন্য যে প্রফেশনাল কোর্সটাতে ভর্তি হতে চেয়েছিলাম, পাসপোর্ট ছাড়া তারা আমাকে ভর্তিই করছে না। আমি অস্ট্রেলিয়া সরকারের কাছে একজন অবৈধ ব্যক্তি নই, আবার নিজ দেশের সরকারের কাছেও যেন আমার কোনো পরিচয় নেই। এ কেমন জীবন?’

এই শিক্ষার্থীর মতো শত শত বাংলাদেশি অস্ট্রেলিয়ায় এ সমস্যার শিকার। সিডনির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন—উভয় মিশনই অ্যাসাইলাম আবেদনকারীদের ই-পাসপোর্টের আবেদন গ্রহণ না করার বিষয়ে একই নীতি অনুসরণ করে আসছে।

স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

নতুন পাসপোর্ট না পাওয়া বাংলাদেশিরা অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যসেবা ও উচ্চতর শিক্ষা গ্রহণের মতো নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন। অস্ট্রেলিয়া সরকারের দেওয়া স্বাস্থ্যসেবা বা চিকিৎসা পাওয়ার জন্য বৈধ পরিচয়পত্র অপরিহার্য। পাসপোর্ট নবায়ন করতে না পারায় অনেকে এই মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সিডনিতে বসবাসরত একটি বাংলাদেশি পরিবার জানায়, তাদের সন্তানের চিকিৎসার জন্য হাসপাতালে বারবার পাসপোর্টের কপি দিতে হয়েছে। কিন্তু মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট হওয়ায় প্রক্রিয়াটি অত্যন্ত জটিল হয়ে পড়েছে।

অস্ট্রেলিয়ায় চাকরির বাজারে টিকে থাকতে হলে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে নিজেকে ক্রমাগত উন্নত করার বিকল্প নেই। কিন্তু পাসপোর্ট না থাকায় বাংলাদেশিরা কোনো কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারছেন না। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো চাকরি পাচ্ছেন না তাঁরা।

এ ছাড়া অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগের সঙ্গে যেকোনো রকম যোগাযোগের জন্য একটি বৈধ পাসপোর্টের প্রয়োজন হয়। পাসপোর্ট না থাকায় অনেক প্রবাসী নিজেদের ভিসা পরিবর্তন বা অন্য কোনো আবেদনের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

পাসপোর্ট নবায়ন না করার বিষয়টি মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার অভিবাসন আইনজীবী মোহাম্মদ নিজামউদ্দীন। তিনি বলেন, ‘একজন ব্যক্তি অস্ট্রেলিয়ার মাটিতে কোন ভিসার জন্য আবেদন করেছেন, তার ওপর ভিত্তি করে নিজ দেশের পাসপোর্ট না দেওয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না।’

এই অভিবাসন আইনজীবী বলেন, ‘অস্ট্রেলিয়ার অভিবাসন আইন অনুযায়ী, অ্যাসাইলাম ভিসার আবেদন অন্য যেকোনো ভিসার আবেদনের মতোই একটি বৈধ প্রক্রিয়া। যে কেউ এই আবেদন করতে পারে। আবেদনটি যৌক্তিক কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের। যদি কারও অ্যাসাইলাম আবেদন বাতিলও হয়ে যায়, তারপরও তার সামনে আরও অনেক বৈধ ভিসার পথ খোলা থাকতে পারে। কিন্তু পাসপোর্ট না দিলে সেসব পথই বন্ধ হয়ে যায়।’

মোহাম্মদ নিজামউদ্দীন বলেন, ‘সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, বাংলাদেশ কর্তৃপক্ষ অনেক সময় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অজুহাত দেখায়। কিন্তু তারা এটা চিন্তা করে না যে যখন একটি দেশ তার নিজের নাগরিককে পাসপোর্ট দিতে অস্বীকার করে, তখন সেই দেশই আন্তর্জাতিক মহলে প্রমাণ করে দেয়, তার নাগরিকেরা কতটা নিপীড়নের শিকার। এটি দেশের ভাবমূর্তির জন্য আরও অনেক বেশি ক্ষতিকর।’

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক বদরুল আলম খান বিষয়টিকে ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘একজন মানুষ যখন বিদেশে থাকেন, তখন পাসপোর্টই তাঁর একমাত্র পরিচয়, শিকড়ের চিহ্ন। সেই চিহ্নটুকু কেড়ে নেওয়ার অধিকার কোনো রাষ্ট্রেরই থাকা উচিত নয়। এটি কেবল একটি প্রশাসনিক জটিলতা নয়, এটি একটি মানবিক বিপর্যয়।’

এ বিষয়ে সিডনির কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘এ সমস্যা সম্পর্কে আমরা সম্পূর্ণ অবগত। আমাদের সিডনি মিশন এবং ক্যানবেরা হাইকমিশন একই নির্দেশনা অনুসরণ করছে, যার ফলে আমরা অ্যাসাইলাম ভিসায় আবেদনকারীদের পাসপোর্টের আবেদন গ্রহণ করতে পারছি না।’

এই কর্মকর্তা বলেন, ‘এ ধরনের আবেদন গ্রহণের বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা নেই। আমরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে একটি দিকনির্দেশনা পাওয়ার চেষ্টা করছি। সরকারি নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত আমরা আগের নিয়মই অনুসরণ করছি।’ সূত্র: প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়