শিরোনাম
◈ দিল্লির গাজিয়াবাদে ‘ভুয়া রাষ্ট্রদূত’ ধরা পড়লেন: ৩০০ কোটি রুপি পাচার, জাল দূতাবাস চালিয়ে বিদেশ সফর ১৬২ বার! ◈ অস্ত্র যদি হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন, বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ: বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ◈ অ্যাসাইলাম আবেদন করলেই পাসপোর্ট দিচ্ছে না বাংলাদেশ মিশন, বিপাকে অস্ট্রেলিয়ায় শত শত বাংলাদেশি! ◈ বাংলাভাষী মুসলিমদের আটক করা ‘অবৈধ’, বাংলাদেশে পুশইন নিয়ে আরও যা বললেন ওয়াইসি ◈ যিনি প্রধানমন্ত্রী হোন তিনি তার পকেটে ক্ষমতা নিয়ে থাকেন: জোনায়েদ সাকি ◈ কচুয়ায় বিএনপির গণমিছিলে হামলা, আহত ১০ ◈ মুরাদনগরে ধর্ষণ ঘটনার প্রতিবেদন জমা দিয়েছেন কুমিল্লার এসপি ◈ যে কারণে বিএনপির ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত ◈ উজিরপুরে পুত্রের হাতে পিতা খুন, ঘাতক পুত্রকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ০৯:৪৬ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে বিএনপির ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত

শাহাজাদা এমরান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবেদা খাতুনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পুলিশ এবং আদালত সূত্র জানায়, গত ২৫ মার্চ জেলার মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের উপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

এ সময় পুলিশ ৬ জনকে গ্রফেতার করে কারাগারে প্ররেণ করেন। বাকিরা উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে রোববার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেন।

এ সময় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবেদা খাতুন জামিন না মঞ্জুর করে মুরাদনগর উপজেলার নবীপুর পুর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন, নবীপুর পশ্চমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বচ্ছােসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দনি, উপজেলা শ্রমিক দল নেতা মুজিবুর রহমানসহ ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  বিএনপির আইনজীবী এডভোকেট নাছির উদ্দনি জানান, রোববার ১৩ বিএনপি নেতাকর্মী জামিন চাইতে এলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়