আইরিন হক, যশোর: যশোরের বেনাপোল চেকপোস্টে চিকিৎসার জন্য ভারতে যাওয়া এক ক্যানসার আক্রান্ত নারী পাসপোর্টধারীর কাছ থেকে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে একটি চিহ্নিত ছিনতাইকারী চক্র।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে। বগুড়ার মালতিকার শুড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আরজিনা খাতুন বেনাপোল বন্দরে আসলে, নিজেকে ট্রাভেল এজেন্ট পরিচয় দিয়ে ছিনতাইকারী ডালিম ও তার সহযোগীরা তাকে বাস টার্মিনাল এলাকা থেকে ডেকে নেয়। পরে ইউনুস মার্কেট এলাকায় নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে বেনাপোল বন্দর আর্মড ব্যাটালিয়নের কাছে অভিযোগ করেন। এ বিষয়ে আর্মড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তু বলেন, “ভুক্তভোগীকে সহায়তার প্রস্তাব দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা ছিনতাই করা হয়েছে। আমরা বিষয়টি বেনাপোল পোর্ট থানাকে জানিয়েছি।”
ভুক্তভোগীরা অভিযোগ করেন, বেনাপোল চেকপোস্ট এলাকায় নিয়মিত ছিনতাই ও প্রতারণার ঘটনা ঘটলেও প্রশাসনের দৃশ্যমান কঠোর পদক্ষেপ দেখা যায় না।
বন্দরের উপপরিচালক সজিব নাজির জানান, “এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। মাঝেমধ্যে টাকা উদ্ধার করে যাত্রীদের ফেরত দেওয়া হয়। এখন থেকে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, “চেকপোস্ট এলাকায় প্রতারণা ও ছিনতাই রোধে ইতিমধ্যেই অনেক দোকান সিলগালা করা হয়েছে, এবং বহু প্রতারককে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। তবে জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় এসব অপকর্মে জড়াচ্ছে। যাত্রীদের সতর্ক থাকতে এবং অপরিচিত কারও কাছে পাসপোর্ট না দিতে অনুরোধ করছি।”
উল্লেখ্য, এর আগেও নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা মনোজ কুমার কর প্রতারকদের হয়রানিতে সীমান্ত এলাকায় মারা যান। নিয়মিতভাবে এ ধরনের প্রতারণায় সর্বস্ব হারাচ্ছেন অসংখ্য যাত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, চেকপোস্ট এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও প্রতারকদের মধ্যে রয়েছেন: