শিরোনাম
◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৮:৫১ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায়  ঘরের ভেতর মা ও মেয়ের লাশ রেখে পালাল  গৃহকর্তা

শাহাজাদা এমরান,কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ওই এলাকার ছাত্তার ভিলা নামক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে গৃহকর্তা মীর হোসেন।

নিহতরা হলেন- গৃহবধূ জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু (১৫)।  তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায় বলে জানা গেছে। জাহেদা জিহান ফুটওয়ার কোম্পানি নামের একটি কোম্পানিতে চাকরি করতো।

দেবপুর ফাঁড়ি পুলিশ বলছে, লাশ উদ্ধার করে দেবপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

বাড়ির মালিক আবুল খায়ের জানান, গত ১২ জুলাই তারা এ বাড়িতে আসেন। গতকাল মধ্যরাতে জিহান ফুটওয়ার কোম্পানির ফোরম্যান ইব্রাহিম তাকে ফোন দিয়ে জানান, বাসার ভেতর জাহেদা আক্তারের মৃত্যু হয়েছে। মীর হোসেন যেন বাড়ি থেকে পালাতে না পারে।  এরপর তিনতলায় গিয়ে খোঁজ নেওয়ার সময় তিনি দেখতে পান, মীর হোসেন পালিয়ে গিয়ে ছাদের উপর থেকে লাফ দেয়।  আর ঘরের ভেতরে মা ও মেয়ের লাশ পড়ে রয়েছে।  পাশের ঘরেই ছিল মীর হোসেনের আরেক মেয়ে।

নিহত জাহেদার প্রতিবেশী আব্দুল্লাহ সরকার বলেন, ‘আমরা পাশের ঘরেই থাকি। কিন্তু কখনো তাদের মধ্যে কোনো কলহ দেখি নাই।  ভোরবেলা ফজরের নামাজের পর বাড়িওয়ালার ডাকে জানতে পারি পাশের ঘরেই মা ও মেয়ের মৃত্যু হয়েছে।’

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়