শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানে চোখ হারানো ৪ তরুণের বিষপান; কারণ হিসাবে যা জানালো সহযোদ্ধারা ◈ বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালায় বড় সংশোধন আসছে ◈ অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু, ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ গার্মেন্টস মালিকদের দুর্দশা দেখার কেউ নেই: অনন্ত জলিল (ভিডিও) ◈ নিষেধাজ্ঞা ও কলম বিরতির ফাঁদে বেনাপোল বন্দরের আমদানি, রফতানি, বানিজ্য ও রাজস্ব ঘাটতি বাড়ছে! ◈ বাংলাদেশের দুটি চিকেন নেক ভারতের চেয়েও স্পর্শকাতর— আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর কৌশলগত হুঁশিয়ারি ◈ জাতীয় স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না: মামুনুল হকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার আশ্বাস ◈ জাপান সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ও প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা ◈ সরকারি চাকরি অধ্যাদেশ জারি, যে চার অপরাধে শাস্তি ◈ এমপি মনোনয়ন পেলেন আমীর হামজা

প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ১২:৩৯ রাত
আপডেট : ২৬ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পডকাস্ট শো স্ট্রেইট কাট তুষার, প্রশ্নজারী রেখে জানবে জবাব

মনিরুল ইসলাম: ডিজিটাল প্লাটফর্ম ‘আইজ অন’-এর প্রাথমিক স্বপ্ন হলো সাত দিনে সাতটি শো এবং বিশেষ শো দিয়ে সাজানো। ইতোমধ্যে এই পরিকল্পনায় যুক্ত হয়েছেন কিংবদন্তি আলমগীরের প্রথম পডকাস্ট ‘আমি আলমগীর’। 

আরেক কিংবদন্তি সোহেল রানার পডকাস্ট ‘আমি সোহেল রানা’, পডকাস্ট ‘উইথ সৈকত সালাহউদ্দিন’, সেলিব্রিটি পডকাস্ট ‘স্টার ডায়রি’ চলমান রয়েছে। এরসঙ্গে দ্রুতই আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর-এর প্রথম পডকাস্ট ‘আঁখির গল্প’।

এই স্বপ্নের সঙ্গে বাস্তবে যোগ হতে যাচ্ছে আরেকটি সেলিব্রিটি পডকাস্ট শো ‘স্ট্রেইট কাট তুষার’। এই শোয়ের প্রচার শুরু হচ্ছে ২৬ মে রাত দশটায় আইজ অন নামের ইউটিউব চ্যানেলে। এই পডকাস্টের প্রাণপুরুষ কিংবা প্রশ্নকর্তা হিসেবে থাকবেন সিনিয়র সাংবাদিক তুষার আদিত্য।

এই পডকাস্ট প্রসঙ্গে তুষার আদিত্য বলেন, ‘আমাদের মিডিয়ায় এখন কিংবা অনেকদিন ধরেই প্রশ্ন করার চর্চাটি কমে গেছে। অথচ সাংবাদিকতার মূলেই রয়েছে প্রশ্ন। আপনি যত বেশি প্রশ্ন করবেন, ততোই দর্শক বা পাঠকের জানার পরিধি বাড়বে। প্রশ্ন মানেই আসল তথ্য সবার সামনে তুলে ধরা। আমি সেটাই জারি রাখবো এই আয়োজনে। 

দেখা যাক, কতোটা সত্য বের করে আনতে পারি সবার সামনে।’ বলা দরকার, তুষার আদিত্য বিনোদন সাংবাদিকতায় পাড়ি দিয়েছেন তেত্রিশ বছর। ঐতিহ্যবাহী পত্রিকা ‘ছায়াছন্দ’-এর ডিজিটালে হোস্টিং করেছেন টানা দুই বছর। তিনি তার অভিজ্ঞতার ঝুলি নিয়ে আসছেন আইজ অন স্টুডিওতে। প্রতি সোমবার রাত দশটায় থাকছে একজন তারকা বা অতিথি নিয়ে এই আয়োজন অভিনেত্রী কুসুম সিকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়