শিরোনাম
◈ অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু, ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ গার্মেন্টস মালিকদের দুর্দশা দেখার কেউ নেই: অনন্ত জলিল (ভিডিও) ◈ নিষেধাজ্ঞা ও কলম বিরতির ফাঁদে বেনাপোল বন্দরের আমদানি, রফতানি, বানিজ্য ও রাজস্ব ঘাটতি বাড়ছে! ◈ বাংলাদেশের দুটি চিকেন নেক ভারতের চেয়েও স্পর্শকাতর— আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর কৌশলগত হুঁশিয়ারি ◈ জাতীয় স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না: মামুনুল হকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার আশ্বাস ◈ জাপান সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ও প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা ◈ সরকারি চাকরি অধ্যাদেশ জারি, যে চার অপরাধে শাস্তি ◈ এমপি মনোনয়ন পেলেন আমীর হামজা ◈ সুষ্ঠু নির্বাচন করতে না পারলে, আমি নিজেকে অপরাধী অনুভব করবো: প্রধান উপদেষ্টা  ◈ আমদানি-রপ্তানি বন্ধে বাণিজ্য, রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ২৫ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ছয় পরিবহনকে জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ছয় পরিবহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি পরিবহন থেকে হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। 
 
রবিবার (২৫ মে) দুপুরে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকার বাইপাস সড়কে আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং ইনসানা তানজীন ইকো। আদালত ৬টি পরিবহন থেকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। 
 
আদালত সূত্রে জানা যায়, জেলা পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন সড়কে গতকাল শনিবার থেকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে অভিযান শুরু করেন জেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকার বাইপাস সড়কে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ বাজিয়ে যাওয়ার সময় ৬টি পরিবহনকে শব্দ দূর্ষন নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ আইনে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ছয়টি পরিবহন থেকে নিষিদ্ধ হর্ণ জব্দ করে আদালত। 
 
আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল ও ইনসানা তানজীন ইকো। অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদ হাসানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
এ ব্যাপারে ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহায়তায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ছয়টি পরিবহনকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। জেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়