শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ১২:০১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল শেষে দুঃসংবাদ দিলেন মুস্তাফিজ

আইপিএলের মেগা নিলামে দল পাননি মুস্তাফিজুর রহমান। তবে পাকিস্তান-ভারত সংঘাতে আইপিএল পিছিয়ে যাওয়ায় নিছকই অঘটনবশত টুর্নামেন্টের মাঝপথে দল পান বাঁহাতি এই পেসার। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচে ২১.৭৫ গড় ও ৭.৯১  ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। কিন্তু দুর্দান্ত বোলিং করেও দিল্লিকে প্লে-অফে তুলতে পারেননি কাটার মাস্টার।  

এদিকে আইপিএল অভিযান শেষে পাকিস্তান সিরিজে জাতীয় দলে ফেরার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা এই পেসার। মুস্তাফিজের বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়েছে। যার ফলে তিনি কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন।

রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, 'গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজুর বাম হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচার হয়। এই আঘাত থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম ও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন।'

মূলত দিল্লি ক্যাপিটালসের গত কালকের ম্যাচে চোটে পড়েন মুস্তাফিজ। বোলিংয়ের সময় ফিরতি ক্যাচ নিতে গিয়ে আঙুলের চোটে পড়েন তিনি। তবে সেই সময়ে চোট গুরুতর মনে হয়নি। চোট পাওয়ার পরও নিজের কোটার বাকি দুই ওভার বোলিং সম্পূর্ণ করেছিলেন তিনি। কিন্তু পরে এক্স-রে স্ক্যান রিপোর্টে তার আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে।  

ফিজিও দেলোয়ার হোসেন আরও বলেন, 'আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন। দুই সপ্তাহ পর আমরা তার সুস্থতার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।'-যোগ করেন তিনি।

এদিকে পাকিস্তান সফরের জন্য মুস্তাফিজের বিকল্প হিসেবে আরেক পেসার খালেদ আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। ডানহাতি এই পেসার সবশেষ বাংলাদেশ এ দলের হয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। তিনি খুব দ্রতই পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়