শিরোনাম
◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর ◈ আশুলিয়ায় ভাড়া বাসায় মিললো স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৭ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ২৫ জন সনাতন ধর্মাবলম্বী  ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রবিবার দুপুরে শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই ২৫ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে দলে যোগ দেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।
 
যোগদানকারী ব্যক্তিরা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন, শ্রী সুমন কর্মকার সাহা, সুকুমার পরামানিক, শ্রী চন্দন দাশ, শ্রী সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল, মন্টু লাল চৌধুরীসহ অন্যান্যরা।

শ্রী সুমন কর্মকর সাহা বলেন, আমার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন জামায়াতে যোগদান করেছি। তাদের আদর্শিক ও রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের পছন্দ হওয়ায় যোগদান করেছি।
 
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা অধ্যাপক লতিফুর রহমান বলেন, ‘ সারা বাংলাদেশে বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে আমাদের দাওয়াতি কার্যক্রম চলমান আছে। তার ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে বেশ কিছু হিন্দু জনগোষ্ঠীর মধ্যে জামায়াতে ইসলামীর দাওয়াত প্রদান করা হলে ২৫ জন হিন্দু ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।

তিনি আরও বলেন, জামায়াতের গঠনতন্ত্র মোতাবেক  রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রমের সাথে একমত হলে যেকোন ধর্মের বর্নের লোক জামায়াতে ইসলামী দলে যোগদান করতে পারবেন। আগামীতে আমাদের দাওয়াতি কার্যক্রম সর্বত্র ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়