শিরোনাম
◈ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত ◈ ক্রিকেট ধারাভাষ্য দিয়ে ম্যাচ প্রতি কত আয় ক‌রেন তারা? ◈ সি‌রিজ খেল‌তে পাকিস্তানে পৌঁছেছে বাংলা‌দেশ দ‌লের একাংশ ◈ ‌রেকর্ড, সাকিবকে টপকে গে‌লেন মুস্তা‌ফিজ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ যেভাবে দেশ ছেড়েছেন ◈ ইশরাককে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলনে অনড় কর্মীরা, বন্ধ নগর ভবন (ভিডিও) ◈ পছন্দ হয়নি শিরোনাম : সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা কৃবি প্রশাসনের ◈ ২০ নেতার সঙ্গে দুই দফায় সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ◈ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার ◈ মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাক হোসেনের রিট

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৫, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে পর্যটক আকর্ষণে বড় পদক্ষেপ: অ্যালকোহলের অনুমতির পরিকল্পনা, পাওয়া যাবে যেসব স্থানে

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের এক্সপোর আগে দর্শনার্থী আকর্ষণের লক্ষ্যে, সৌদি আরব ২০২৬ সালের মধ্যে ৬০০টি পর্যটন স্থানে অ্যালকোহলের ওপর থাকা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেবে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এবং তুরস্ক-ভিত্তিক সংবাদমাধ্যম তুর্কি টুডে শনিবার (২৪ মে) তাদের প্রতিবেদনে এ খবর জানায়।

 যদিও স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
 
দ্য সান বলছে, ‘অতি-রক্ষণশীল’ দেশ হিসেবে পরিচিত সৌদি আরব পাঁচ তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাসী-বান্ধব কম্পাউন্ডসহ লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার এবং সাইডার বিক্রির অনুমতি দেবে।
 
তবে জনসাধারণ, বাড়ি, দোকান এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকবে — কঠোর নতুন নিয়ম অনুসারে মেনু থেকে স্পিরিট সম্পূর্ণরূপে বাদ দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
 
 বলা হচ্ছে, দেশটির নীতিগত এই পরিবর্তন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর অংশ, যার লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি করা, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং এর ‘টিটোটাল ভাবমূর্তি’ ঝেড়ে ফেলা।
 
দ্য সানের দাবি, স্থানীয় কর্মকর্তারা আশা করছেন যে নিওম, সিন্দালাহ দ্বীপ এবং লোহিত সাগর প্রকল্পের মতো জমকালো এলাকায় নিয়ন্ত্রিত অ্যালকোহল বিক্রি দেশটিকে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতা করতে সাহায্য করবে — যেখানে পর্যটন অঞ্চলে মদ্যপান ইতোমধ্যে বৈধ।
 
তবে লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলো কঠোরভাবে নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে পরিচালিত হবে, প্রশিক্ষিত কর্মী এবং অপব্যবহার রোধ এবং দেশের ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য কঠোর নিয়ম থাকবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়