স্পোর্টস ডেস্ক : আইপিএলের মাঠের ক্রিকেট জমায় ক্রিকেটাররা। আর মাঠের বাইরে টিভি দর্শকদের পূর্ণতা দেয় দারুণ ধারাভাষ্য। অনেকেই কৌতুহলী, ধারাভাষ্যকারদের আয় কেমন?
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস সেই কৌতুহলই মেটানোর চেষ্টা করেছে। তাদের প্রতিবেদন অনুসারে নামি ও অভিজ্ঞ ধারাভাষ্যকারা ম্যাচ প্রতি ৬ লাখ ১০ হাজার রুপি পেয়ে থাকেন।
এই তালিকায় নিশ্চিতভাবেই আছে সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, হার্শা ভোগলেরা। তাদের সাথে এই তালিকায় থাকবেন ম্যাথু হেইডেন, কেভিন পিটারসেন, ইয়ান বিশপরা।
আর সে হিসেবে মৌসুম শেষে তাদের আয় দাঁড়ায় ৪ কোটি রুপির বেশি। অনেক তারকা ক্রিকেটার মাঠে খেলার জন্যও পুরো মৌসুমে এই অর্থ পান না।
তবে কিছুটা নতুন ও অনভিজ্ঞদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আয়ের পরিমাণ কম। এমন ধারাভাষ্যকাররা ম্যাচ প্রতি ৩ লাখ ৫০ হাজার রুপির মতো পান। পুরো মৌসুম শেষে যা দাঁড়ায় ৩ কোটি রিপির কাছাকাছি।
আইপিএলের মতো টুর্নামেন্টকে প্রতিটি ক্রিকেট সমর্থকের কাছে পরিপূর্ণ রূপে পৌঁছে দিতে সর্বোচ্চটাই করছে বিসিসিআই। ইংরেজির পাশাপাশি হিন্দি ও দেশটির অন্যান্য অঞ্চলের ভাষাতেও ধারাভাষ্যের ব্যবস্থা করেছে।