শিরোনাম
◈ আমদানি-রপ্তানি বন্ধে বাণিজ্য, রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ◈ এবার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ : তারেক রহমান ◈ দুই প্রকল্পে প্রায় ৭ হাজার কোটি টাকা দিলো বিশ্বব্যাংক ◈ বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক ঘাঁটি নির্মাণে চীনের আগ্রহ: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন ◈ অন্তর্বর্তী সরকারের সংকট কাটলো নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি হলো ◈ ঈদুল আজহার ছুটিতে যে তিন দিন ব্যাংক খোলা থাকবে ◈ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত ◈ ক্রিকেট ধারাভাষ্য দিয়ে ম্যাচ প্রতি কত আয় ক‌রেন তারা? ◈ সি‌রিজ খেল‌তে পাকিস্তানে পৌঁছেছে বাংলা‌দেশ দ‌লের একাংশ ◈ ‌রেকর্ড, সাকিবকে টপকে গে‌লেন মুস্তা‌ফিজ

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ০৬:০৫ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সি‌রিজ খেল‌তে পাকিস্তানে পৌঁছেছে বাংলা‌দেশ দ‌লের একাংশ

নিজস্ব প্রতি‌বেদক : বাংলা‌দেশ দ‌লের ক্রিটোররা অ‌নেক দিন ধ‌রে আরব আ‌মিরা‌তে ছি‌লো, সেখা‌নে দল‌টি স্বাগ‌তিক‌দের বিরু‌দ্ধে তিন ম‌্যা‌চের টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খে‌লে হে‌রে‌ছে। এবার তারা পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে রোববার সকালে দেশটিতে পৌঁছেছে।

প্রথম বহরে পাকিস্তানে যাওয়াদের মধ্যে আছেন দশজন। ক্রিকেটারদের মধ্যে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এ ছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। বাকিরা পাকিস্তানে পৌঁছাবেন সোমবার।

পাকিস্তান সফরের দলে ছিলেন নাহিদ রানা। কিন্তু নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তানে যেতে ইচ্ছুক নয় টাইগার এ পেসার। যার কারণে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বিসিবি। নাহিদ রানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। যিনি বর্তমানে পিএসএলে খেলার জন্য পাকিস্তানেই অবস্থান করছেন। তার সাথে আছেন রিশাদ হোসেনও।

আইপিএল খেলার জন্য ভারতে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। তবে টাইগার এ পেসারের দলের ম্যাচ শেষ। তারা কোয়ালিফায়ারে জায়গা করে নিতে পারেনি। তাই ভারত থেকে দুবাই হয়ে পাকিস্তানে যাবেন মুস্তাফিজ।

আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়