শিরোনাম
◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ ◈ বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ১১:০১ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৫২ লাখের অধিক মানুষ

কোভিড বুস্টার ডোজ

শাহীন খন্দকার: দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ টিকার বুস্টার ডোজ শুরু থেকে এখন পর্যন্ত পেয়েছেন ৫ কোটি ৫২ লাখ ৮ হাজার ৬৬৮ জন। সোমবার ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ১৩ লাখ ৫০ হাজার ৪১৫ জন।

৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, গতকাল সোমবার পর্যন্ত দেশে প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১ লাখ ৯৮ হাজার ৮৮৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি৩৫ লাখ ৯হাজার ৫৫২ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সোমবার (৩অক্টোবর) বুস্টার ডোজ পেয়েছেন ১৩ লাখ ৫০ হাজার ৪১৫ জন। প্রথম ডোজ পেয়েছেন ৯১ হাজার ১২৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৭ হাজার ২৮৪ জন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি করোনা টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়