শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ১১:০১ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৫২ লাখের অধিক মানুষ

কোভিড বুস্টার ডোজ

শাহীন খন্দকার: দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ টিকার বুস্টার ডোজ শুরু থেকে এখন পর্যন্ত পেয়েছেন ৫ কোটি ৫২ লাখ ৮ হাজার ৬৬৮ জন। সোমবার ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ১৩ লাখ ৫০ হাজার ৪১৫ জন।

৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, গতকাল সোমবার পর্যন্ত দেশে প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১ লাখ ৯৮ হাজার ৮৮৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি৩৫ লাখ ৯হাজার ৫৫২ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সোমবার (৩অক্টোবর) বুস্টার ডোজ পেয়েছেন ১৩ লাখ ৫০ হাজার ৪১৫ জন। প্রথম ডোজ পেয়েছেন ৯১ হাজার ১২৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৭ হাজার ২৮৪ জন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি করোনা টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়