শিরোনাম
◈ প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ◈ অব্যাহত থাকবে তাপ প্রবাহ ◈ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি ◈ ঝড়ে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন, আদানির বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ◈ রম্য রচনার জন্য ডেইলি স্টারের কাছে মেয়র তাপসের ১শ কোটি টাকা ক্ষতিপূরণ ◈ লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, নিহত ১ ◈ কথা বলতে পারছেন না সিরাজুল আলম খান  ◈ বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ মেট্রিন টন খাদ্যশস্য মজুত রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী  ◈ কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৮৫ কোটি ৮০ লাখ ডলার দিল বিশ্বব্যাংক  ◈ শহর বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে: মেয়র আতিক 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ১১:০১ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৫২ লাখের অধিক মানুষ

কোভিড বুস্টার ডোজ

শাহীন খন্দকার: দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ টিকার বুস্টার ডোজ শুরু থেকে এখন পর্যন্ত পেয়েছেন ৫ কোটি ৫২ লাখ ৮ হাজার ৬৬৮ জন। সোমবার ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ১৩ লাখ ৫০ হাজার ৪১৫ জন।

৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, গতকাল সোমবার পর্যন্ত দেশে প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১ লাখ ৯৮ হাজার ৮৮৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি৩৫ লাখ ৯হাজার ৫৫২ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সোমবার (৩অক্টোবর) বুস্টার ডোজ পেয়েছেন ১৩ লাখ ৫০ হাজার ৪১৫ জন। প্রথম ডোজ পেয়েছেন ৯১ হাজার ১২৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৭ হাজার ২৮৪ জন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি করোনা টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়