শিরোনাম
◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ১১:০১ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৫২ লাখের অধিক মানুষ

কোভিড বুস্টার ডোজ

শাহীন খন্দকার: দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ টিকার বুস্টার ডোজ শুরু থেকে এখন পর্যন্ত পেয়েছেন ৫ কোটি ৫২ লাখ ৮ হাজার ৬৬৮ জন। সোমবার ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ১৩ লাখ ৫০ হাজার ৪১৫ জন।

৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, গতকাল সোমবার পর্যন্ত দেশে প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১ লাখ ৯৮ হাজার ৮৮৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি৩৫ লাখ ৯হাজার ৫৫২ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সোমবার (৩অক্টোবর) বুস্টার ডোজ পেয়েছেন ১৩ লাখ ৫০ হাজার ৪১৫ জন। প্রথম ডোজ পেয়েছেন ৯১ হাজার ১২৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৭ হাজার ২৮৪ জন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি করোনা টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়