স্পোর্টস ডেস্ক : বলা যায় একচেটিয়া খেলেছে নেপাল দল। বাংলাদেশ দল বিক্ষিপ্ত আক্রমণে গেলেও তাতে ফায়দা হয়নি। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে শনিবার নেপালের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।
প্রতিযোগিতায় ৬ খেলায় ২ জয়, এক ড্র এবং তিন পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল সাইদ খোদারাহমির দল। শেষ ম্যাচে ভারত পাকিস্তানকে হারালে পঞ্চম স্থানে থাকবে বাংলাদেশ।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে নিজেদের ভুলে ১৪ মিনিটে লাকপা তামাংয়ের গোলে পিছিয়ে পরে লাল সবুজের দল। দ্বিতীয়ার্ধে ২৯ মিনিটে সারোজ তামাং নেপালের লিড দ্বিগুণ করেন।
৩৪ মিনিটে বাংলাদেশের মো. রাহবার ওয়াহেদ খান একটি গোল শোধ করেন। ৩৫ মিনিটে সাঞ্জে স্যাংতান এবং ৩৭ মিনিটে বিক্রান্ত নারসিং রান গোল করলে ম্যাচে ফেরার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের।
৩৯ মিনিটে বাংলাদেশের মো. তুহিন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। নির্ধারিত সময় শেষে ৪–১ গোলে জয় নিশ্চিত করে নেপাল ফুটসাল দল।