শিরোনাম
◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর ◈ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা

স্পোর্টস ডেস্ক : দারুণ খেল‌ছে বাংলা‌দেশ নারী ক্রিকেট দল। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি ও নামিবিয়ার পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষেও জয় পেলো বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা চতুর্থ জয় পেল নিগার সুলতানার দল।

কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আজ আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান তোলে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ডের মেয়েরা পুরো ২০ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে। ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলা শারমিন আক্তার হন ম্যাচসেরা।

প্রথম তিন ম্যাচে জিতে আগেই সুপার সিক্স নিশ্চিত করা নিগার সুলতানার দল গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতে পুরো ৮ পয়েন্ট নিয়েই পরের পর্বের টিকিট কাটলো।

রান তাড়ায় শুরুটা দুর্দান্ত হয়েছিল নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া আয়ারল্যান্ডের মেয়েদের। বিনা উইকেটেই ৫৩ রান তোলে অ্যামি হান্টার-গ্যাবি লুইসের উদ্বোধনী জুটি।  ওপেনার অ্যামি হান্টার যখন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন, স্কোরবোর্ডে আইরিশদের রান ৭.৩ ওভারে ৫৩। তারপর ১০.৪ ওভারে ৭১ রান তোলার পর দলটি হারায় প্রথম উইকেট। একই ওভারেরই শেষ বলে তাদের তাদের আরেকটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। লিয়াহ পলকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন স্বর্ণা আক্তার।

পরপর দুই উইকেট হারালেও আরেকটি চল্লিশার্ধো জুটিতে জয়ের দিকেই এগোচ্ছিল আয়ারল্যান্ড। ৫৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেন গ্যাবি লুইস। তবে বৃথা যায় অধিনায়কের অসাধারণ ইনিংস। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ৪ ওভারে আট উইকেট হাতে রেখে ৪৩ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় আয়ারল্যান্ড।

এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। দলীয় ১৩ রানে ওপেনার জুরাইয়া ফেরদৌস (১১) ফেরেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭০ রানের তোলেন দিলারা আক্তার ও শারমিন আক্তার। ওপেনার দিলারা আউট হন ২৭ বলে ৩৫ রান করে। ফিফটি পান শারমিন । বিশ্বকাপ বাছাইয়ে এটি তাঁর দ্বিতীয় ফিফটি। অধিনায়ক নিগার সুলতানা করেন ১৩ বলে ১৩ রান। শেষ দিকে সোবহানা মোস্তারির ১৬ বলে ৩০ রানের ইনিংসে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ দেড়শো পেরোয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়