শিরোনাম
◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস ◈ ট্রাম্পের ৫০% শুল্ক আরোপে ভারতকে অপ্রত্যাশিত খেসারত দিতে হবে ◈ ‎তিস্তা নদীতে সরকারি বাঁধের নিচে অবৈধ বালু উত্তোলন: ধ্বংসের মুখে কোটি টাকার স্প্যার বাঁধ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৪, ০২:১৭ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৪, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশি-গলা ব্যাথা হলে চিকিৎসকের পরামর্শ নিন: ডা. আয়েশা আক্তার

ডা. আয়েশা আক্তার

শাহীন খন্দকার: [২] সর্দি-কাশি আর গলা ব্যাথা বিপদের বার্তা দিতে পারে। তাই দেরি না করে চিকিৎসকের পরার্মশ নিতে বললেন, শ্যামলী ২৫০ শয্যা টিবি ও অ্যাজমা হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার। তিনি বলেন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের আবহাওয়ার পরির্বতন ঘটেছে। সেই সঙ্গে সারাদিন তাপমাত্রা বেশি থাকলেও শেষ রাতের দিকে ঠান্ডা পড়ছে। অনেকে বাসাবাড়িতে এসি,ফ্যান ব্যবহার করছেন। ফলে একদিকে প্রকৃতি অন্যদিকে কৃত্রিম হাওয়ায় মানুষের ঠান্ডা হচ্ছে। সেই সঙ্গে করোনার নতুন ভ্যারিয়েন্ট আতঙ্ক! কারণ, শোনা যাচ্ছে, ফের আসতে চলেছে করোনার নতুন ঢেউ।এমনই আশঙ্কা প্রকাশ করছে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)।

[৩] গলা ব্যাথা ঠান্ডাজ্বর কাশির ধরণ বলে দিতে পারে আপনি কোভিড এ আক্রান্ত না  যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন। যক্ষ্মা হচ্ছে ব্যাক্টেরিয়াবাহিত একটি রোগ। মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাক্টেরিয়া শ্বাসযন্ত্রকে সংক্রমিত করলে যক্ষ্মা হয়। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি এবং লালারস থেকে এই ব্যাক্টেরিয়া ছড়ায়। কাশির রেশ যদি মাসখানেক বা তার বেশি সময় ধরে চলে, তা হলে তা সাধারণ না-ও হতে পারে।

[৪] চিকিৎসকেরা বলছেন, যক্ষ্মার ক্ষেত্রে কত দিন ধরে এই কাশি ভোগাচ্ছে, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কাশতে কাশতে কফের সঙ্গে রক্ত উঠছে কি-না, সেই দিকে লক্ষ রাখাও যথেষ্ট জরুরি।  উল্লেখযোগ্য মাসখানেক ধরে কাশি তো রয়েছেই। সঙ্গে ক্লান্তি কিছুতেই কাটতে চাইছে না। ঘুম থেকে ওঠার পরেও ক্লান্ত বোধ করেন অনেকে।

[৫] চিকিৎসকেরা বলছেন, এই ক্লান্তি কিন্তু যক্ষ্মার প্রথম ধাপ এবং প্রধান লক্ষণ। খিদে কমে যাওয়া, খাবারে অনীহা এবং দ্রুত ওজন কমে যাওয়া কিন্তু যক্ষ্মার উপসর্গ হতে পারে। তাই কায়িক পরিশ্রম না করেও যদি অস্বাভাবিক ওজন কমতে শুরু করে তা হলে সতর্ক হতে হবে।  সেই সঙ্গে আবহাওয়ার পরিবর্তনে খুব যে ঠান্ডা লেগেছে, তেমনটা নয়। সন্ধ্যা বা রাতের দিকে প্রায়ই জ্বর আসছে।
তাই যক্ষ্মা হলে এমন উপসর্গ দেখা দিতেই পারে। তাই সপ্তাহখানেকের ওপর জ্বর থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

[৬] ঘুমের মধ্যে হঠাৎ  ঘেমে যাওয়া  যক্ষ্মার আরও একটি লক্ষণ । তবে, ঘুমের মধ্যে ঘামলেই তা যক্ষ্মা না-ও হতে পারে। কাশির সঙ্গে বুকে ব্যথা, শ্বাসকষ্ট হলে সাবধান। ফুসফুস এবং সেই সংলগ্ন অঞ্চলে প্রদাহ হলে এমনটা হতে পারে। যা সাধারণত যক্ষ্মা হলেই হয়। তাই এমন উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ দিয়েছেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসকে/এসসি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়