চলমান চন্দ্রগ্রহণে বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মহাজাগতিক এক মনোমুগ্ধকর দৃশ্যের উপভোগ। কোথাও আকাশে দেখা যাচ্ছে রক্তিম লাল চাঁদ— যা গ্রহণের অন্যতম আকর্ষণীয় রূপ।
বাংলাদেশে এই বিরল দৃশ্যটি ধাপে ধাপে স্পষ্ট হয়ে উঠছে রাত ১১টা ৩০ মিনিটের পর থেকে। মহাকাশপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক দুর্লভ ও চমকপ্রদ অভিজ্ঞতা হয়ে থাকবে।
বাংলাদেশ সময় অনুযায়ী রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ডে পেনামব্রাল গ্রহণ শুরু হয়, যা-
পেনামব্রাল গ্রহণ শুরু: রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড
আংশিক গ্রহণ শুরু: রাত ১০টা ২৭ মিনিট ৯ সেকেন্ড
পূর্ণ গ্রহণ শুরু: রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড
সর্বোচ্চ গ্রহণ: রাত ১২টা ১১ মিনিট ৪৭ সেকেন্ড
পূর্ণ গ্রহণ শেষ: রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ড
আংশিক গ্রহণ শেষ: রাত ১টা ৫৬ মিনিট ৩১ সেকেন্ড
পেনামব্রাল গ্রহণ শেষ: রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ড। উৎস: নিউজ24