শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা ◈ শিশুদের ডায়াবেটিস— ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা ◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল

জাতীয় নির্বাচন নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল অযথা অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সেই সমস্ত বিষয়কে সমর্থন করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এমন মন্তব্য করেন ফখরুল। এ সময় তিনি আগামীকাল সোমবারের (৮ সেপ্টেম্বর) দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভাস্থান ঘুরে দেখেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগামীর নির্বাচনটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। আর যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘ঠাকুরগাঁও বিএনপি ব্যক্তিগতভাবে আমার জন্য একটি ইমোশনাল ইস্যু। বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর এটি একটি ভালো সংগঠন ছিল। কিন্তু এরশাদ সাহেব আসার পরে এই সংগঠনে ধস নামে। এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি আরও বলেন, ‘সেই সময়ে আমরা এই সংগঠনের দায়িত্বে আসি। আমরা তিলে তিলে কাজ করি। সেই সংগঠন আজকে বড় রাজনৈতিক দলের পরিণত হয়েছে। গত ১৫ বছরে আমরা সম্মেলনের কথা ভাবতেও পারিনি। সে সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের ফলে সম্মেলন করার সুযোগও সৃষ্টি হয়নি।’

আমাদের নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর নির্যাতন করে জেলে পাঠানো হয়েছে জানিয়ে ফখরুল বলেন, ‘চরম নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়ে বিএনপিকে কাজ করতে হয়েছে। সেই ঠাকুরগাঁও বিএনপি আবার এখন উজ্জীবিত হয়েছে। সবকিছু অতিক্রম করে ইয়াং তরুণ ও পুরোনোদের সঙ্গে নিয়ে সোমবার অত্যন্ত সফল সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছি।’

তিনি বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে সংগঠনের প্রাণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন। যেটা ঠাকুরগাঁও জেলা বিএনপির জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি আশা করি ঠাকুরগাঁও বিএনপির জন্য নতুন দিগন্ত সৃষ্টি করবে।’

এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়