শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা ◈ শিশুদের ডায়াবেটিস— ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা ◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫০ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা আজ শেষ হচ্ছে। গত ২৬ আগস্ট শুরু হওয়া প্রচার কার্যক্রম রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় শেষ হবে। প্রচারণা বন্ধের বিষয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

এবার ডাকসুতে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করবেন।

কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩টি পদসহ মোট ৪১টি পদে ভোট অনুষ্ঠিত হবে।

ক্যাম্পাসজুড়ে শেষ দিনের প্রচারণা: প্রচারণার শেষ দিনে প্রার্থীরা প্যানেলের কর্মসূচি ও প্রতিশ্রুতি নিয়ে ক্যাম্পাসজুড়ে সরব ছিলেন। ভোটারদের আকৃষ্ট করতে লিফলেট বিতরণে দিনভর সক্রিয় ছিলেন তারা। দুপুর থেকে বিকাল পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ ভবনের সামনে, টিএসসি, ভিসি চত্বর ও কার্জন হল এলাকায় প্রার্থীদের লিফলেট বিতরণ করতে দেখা যায়। পাশাপাশি হলগুলোতেও জোর প্রচারণা চালান প্রার্থীরা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইরাজ নূর চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গত কয়েক দিনের তুলনায় আজ প্রচারণার শেষ দিন হওয়ায় সবার মধ্যেই উৎসাহ-উদ্দীপনা বেশি ছিল। চার বছরের বিশ্ববিদ্যালয় জীবনে এমন উৎসবমুখর পরিবেশ খুব কমই দেখেছি।'

ছাত্রদল প্রার্থীদের শপথ গ্রহণ: রোববার দুপুর সোয়া ১টায় কলাভবনের পাশের ঐতিহাসিক বটতলায় জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। 

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহাস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও দমন-নির্যাতনমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণসহ আট দফা অঙ্গীকার পাঠ করানো হয় শিক্ষার্থীদের।

ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, 'এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালো মনে হচ্ছে। কিছু শঙ্কা থাকলেও শিক্ষার্থীদের ভয় না দেখিয়ে চাই তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিক।'

এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, 'সারাদিন কলাভবন থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার, মল চত্বর, বিকেলে কার্জন হল ও ভিসি চত্বর এলাকায় প্রচারণা চালিয়েছি। এখন সন্ধ্যায় কবি সুফিয়া কামাল হলে প্রজেকশন মিটিংয়ে এসেছি।'

হাসপাতাল থেকে প্রচারণায় মেঘমল্লার: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হুইলচেয়ারে করে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে যোগ দেন 'প্রতিরোধ পর্ষদ' প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু অবশ্যই ভোট দিতে আসবেন। শিক্ষার্থীরা ভোট দিলে স্বাধীনতাবিরোধীরা একটি পোস্টও জিততে পারবে না।'

পরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আধা থেকে এক ঘণ্টা প্রচারণা চালিয়েছি। শিক্ষার্থীদের মধ্যে ভোট নিয়ে আগ্রহ দেখেছি। তবে তারা কতটা ভোট দিতে আসবেন, সেটাই এখন প্রশ্ন।'

স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা: শেষ দিন স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণায় সক্রিয় ছিলেন। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ ভিসি চত্বর ও কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় প্রচারণা চালান।

ফেসবুকে তিনি লেখেন, 'আজকের প্রতিক্রিয়া আমাকে আশান্বিত করছে। বুঝতে পারছি, আমার পাখাগুলোর মতোই ভোটাররা আমাকে মনে রাখছে। মাঠের হিসাব সব অনুমান ভুল প্রমাণ করবে, ইনশাআল্লাহ।'

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য (উমামা-সাদী প্যানেল) এর জিএস প্রার্থী আল সাদী ভুইয়া বিকেলে টিএসসি এলাকায় প্রচারণা চালান।

হল সংসদেও সরব প্রার্থীরা: হল সংসদ নির্বাচনেও শেষ মুহূর্তে সরব ছিলেন প্রার্থীরা। স্যার এ এফ রহমান হল, মুহসীন হল, সূর্যসেন হল ও বিজয় একাত্তর হলে রাতে প্রার্থীদের কক্ষে কক্ষে গিয়ে প্রচারণা চালাতে দেখা যায়।

স্যার এ এফ রহমান হল সংসদের স্বতন্ত্র জিএস প্রার্থী আশিকুল হক রিফাত বলেন, 'শেষ মুহূর্তে প্রত্যেক রুমে যাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করছি। ভোটে অঞ্চলভিত্তিক প্রভাব থাকায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছি।'

বুথ সংখ্যা বৃদ্ধি: রোববার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানান, বুথ সংখ্যা ৭১০ থেকে বাড়িয়ে ৮১০ করা হয়েছে, যাতে আবাসিক ও অনাবাসিক ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

তিনি আরও বলেন, 'নির্বাচন নিয়ে কোনো গুজব ছড়ালে তা গুরুত্ব না দিয়ে সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সঠিক তথ্য পাওয়া যাবে।'

পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'ভোটকেন্দ্রে প্রবেশের আগে পরিচয় নিশ্চিত করা হবে। কেউ নকল পরিচয়পত্র নিয়ে এলে তাকে পুলিশে দেওয়া হবে। তবে বৈধ ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন।'

আচরণবিধি ভঙ্গের অভিযোগ: ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, প্রচারণা শুরুর পর থেকে পাওয়া সব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারও ক্ষেত্রে মৌখিক বা টেলিফোনে সতর্ক করা হয়েছে, কারও ক্ষেত্রে লিখিতভাবে সতর্ক করা হয়েছে, আর দুটি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়