শিরোনাম
◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু ◈ শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৮:০৫ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া থেকে যা বললেন শাকিবের আইনজীবী (ভিডিও)

শাকিব খান - রহমত উল্লাহ

শিমুল চৌধুরী ধ্রুব: অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে কয়েকদিন আগে ধর্ষণসহ নানান অভিযোগ তুলেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। অভিযোগে তিনি জানান, অস্ট্রেলিয়ায় মামলা হয়েছিল শাকিবের নামে। গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। কিন্তু নায়কের আইনজীবী উপল আমিন এসব অভিযোগ অস্বীকার করে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ৩ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিও বার্তায় বলেন, ‘রহমত উল্লাহ যে অভিযোগ করেছেন তা মিথ্যা। তার উচিত অভিযোগগুলো প্রত্যাহার করা।’

উপল জানান, অস্ট্রেলিয়ার সিডনির সেন্ট জর্জ গোয়েন্দা কার্যালয়ের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলেছেন তিনি। তাকে গোয়েন্দা শাখার কর্মকর্তা মাইকেল বাগ শাকিবের ব্যাপারে চারটি বিষয় নিশ্চিত করেছেন। এর মধ্যে প্রথমেই রয়েছে শাকিবের নামে কখনো অস্ট্রেলিয়ায় কোনো মামলা হয়নি।  দ্বিতীয়ত, শাকিবকে কখনো কোনো কারণে গ্রেপ্তার হতে হয়নি অস্ট্রেলিয়ায়।

এছাড়া তিন নম্বর বিষয় হিসেবে ঢালিউড সুপারস্টারের আইনজীবী জানিয়েছেন, শাকিব যেহেতু গ্রেপ্তারই হননি তাই তার পালানোর কথাই আসে না। এ বিষয়ে পুলিশের তদন্ত শেষ এবং ব্যাপারটি পুরোপুরি নিষ্পত্তি করে দেয়া হয়েছে। আর চতুর্থত, শাকিবের নামে কখনো কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না।

এর আগে তিনি বলেন, অভিযোগ যে কেউই করতে পারে। বিষয় হচ্ছে, অভিযোগের পর কী হয়েছিল? নারী সহ-প্রযোজক এবং রহমত উল্লাহ শাকিবের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছিল সিডনি অস্ট্রেলিয়াতে, এ বিষয় তো অস্বীকার করেননি শাকিব। এই যে রহমত উল্লাহ মিডিয়ায় বলছেন, শাকিবের বিরুদ্ধে অভিযোগ দেয়ার পর গ্রেপ্তার করা হয়েছিল তাকে। তার নামে মামলা হয়েছিল। অস্ট্রেলিয়াতে দুবার নাকি মামলা থেকে পালিয়ে গিয়েছিলেন।

এ আইনজীবী বলেন, অস্ট্রেলিয়াতে যে কেউ পুলিশ স্টেশনে গিয়ে কোনো বিষয়ে রিপোর্ট করলে তাকে একটি ইভেন্ট নম্বর দেয়া হয়। যেটাকে বাংলাদেশে বলা হয় জিডি। দুটো জিনিস কিন্তু একই। এখন, এই একটা ইভেন্ট নম্বর পাওয়া মানে এটা নয় যে, কারও নামে মামলা দেয়া হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়