শিমুল চৌধুরী ধ্রুব: ঢাকায় ফিরেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। রোববার (১৯ মার্চ) সকালে সৌদি আরব থেকে ওমরাহ শেষে দেশে ফেরেন তিনি। এরপর রাকিবকে ফুল দিয়ে বরণ করেন মাহি।
রোববার সকালে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ’। সঙ্গে অনেকগুলো লাল রঙের হার্ট ইমোজি যুক্ত করেন তিনি। শনিবার (১৮ মার্চ) মাহি সৌদি আরব থেকে দেশে ফিরলেও সঙ্গে তার স্বামী আসেননি।
এর আগে শুক্রবার (১৭ মার্চ) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিয়া মাহি ও রাকিব সরকারের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে শনিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করা হয়। এদিন দুপুর দেড়টার দিকে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এই একই আদালত তিন ঘন্টা পর তাকে জামিন দেয়।
এসসিডি/একে
আপনার মতামত লিখুন :