শিরোনাম
◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না ◈ বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল ◈ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ (ভিডিও) ◈ খালেদা জিয়ার ভারতের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব নিয়ে যা জানা যায় ◈ ২১ বছর পর চূড়ান্ত হলো জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগরায়ণে নতুন দিশা দিচ্ছে সরকার ◈ আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাথায় ২৭ সেলাই নিয়ে বাসায় ফিরলেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ স্ট্রোক করেছেন। গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় হঠাৎ আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। এ সময় মাথায় প্রচণ্ড আঘাত পেলে মাথায় ২৭টি সেলাই দিতে হয়েছে। তবে বর্তমানে আশঙ্কামুক্ত হওয়ায় হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বাসাতেই সেবা-যত্ন নিচ্ছেন গায়ক।

সম্প্রতি চ্যানেল 24 অনলাইনের সঙ্গে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলেন গায়ক তৌসিফ। এ সময় তিনি জানান, গত ২৯ ডিসেম্বর হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। তখন প্রচণ্ড আঘাত পান। অনেক রক্ত পড়েছে। পরে তাৎক্ষণিক রাজধানীর ধানমন্ডির সিটি হাসপাতালে নেয়া হয়। তারপর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

শিল্পী তৌসিফ জানান, মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় ২৭টি সেলাই দিতে হয়েছে। হাসপাতালে একদিন লাইফ সার্পোর্টে থাকা বেশ ব্যয়বহুল। তবে কিছুটা সুস্থ হওয়ায় হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন। আপাতত বাসাতেই সেবা-যত্ন চলছে তার।

‘দূরে কোথাও আছি বসে’ খ্যাত এ গায়ক বলেন, আমি দীর্ঘদিন ধরেই অসুস্থ। এখন আর আগের মতো কাজ করতে পারছি না। ফলে চিকিৎসা খরচ ব্যয়বহুল হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন ভালো আছি। যদিও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য।

এর আগে ২০২২ সালের এপ্রিলে প্রথমবার হার্ট অ্যাটাক করেছিলেন এ শিল্পী। তারপর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করলে চিকিৎসকের পরামর্শ নিয়ে বিশ্রামে থাকেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার স্ট্রোকের করলেন তৌসিফ।

প্রসঙ্গত, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘দুচোখে গোপনে’, ‘দূরে কোথাও আছি বসে’, ‘এক পলকে’ ও ‘আমার জান পাখি ময়না’ শিরোনামের গানগুলো দিয়ে রাতারাতি তরুণ শ্রোতামহলে পৌঁছে যান সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। এরপর কয়েকটি রোমান্টিক-বিরহ মুডের গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে শক্তভাবে জায়গা করে নেন। গান গাওয়ার পাশাপাশি নিয়মিত গান লেখা, সুর করা ও সংগীতায়োজনও করেন এ তারকা শিল্পী। সূত্র: চ্যানেল ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়