মনিরুল ইসলাম: জুলাই-আগস্ট গণআন্দোলনে হত্যা ও ভূমিদস্যুতার অভিযোগে অভিনেতা ডিপজলকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। আজ (মঙ্গলবার) বিকেল ৪টায় দারুস সালাম থানা চত্বরে এই মানববন্ধনে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
অভিযোগ: ভূমিদস্যুতা ও ত্রাসের রাজত্ব
বক্তারা অভিযোগ করেন, গাবতলীর চিহ্নিত ভূমিদস্যু ডিপজল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল করে আসছেন। তার নেতৃত্বাধীন চক্রে গানম্যান নাদিম, বডিগার্ড খোকন, সন্ত্রাসী কালাচান, টোকাই গণি এবং কালেক্টর ইদ্রিসসহ আরও অনেকে সক্রিয় রয়েছে। এই চক্রটি মিরপুর ও গাবতলীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
বক্তারা বলেন, “ডিপজল কেবল একজন ব্যবসায়ী বা অভিনেতা নন, তিনি একজন দুর্ধর্ষ ভূমিদস্যু। সাবেক একজন সংসদ সদস্যের ছত্রছায়ায় তিনি একের পর এক অন্যায় করেছেন। আমাদের দাবি, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার করতে হবে।”
আন্দোলনের শহীদদের বিচার দাবি
মানববন্ধনের আয়োজকরা অভিযোগ করেন, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকার প্রত্যক্ষভাবে দায়ী। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডিপজলসহ এই চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অংশগ্রহণকারীরা বলেন, “এবার আর নীরব থাকা যাবে না। যারা গুলি চালিয়েছে এবং যারা এর নির্দেশ দিয়েছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।”
বক্তারা আরও অভিযোগ করেন যে, শেখ হাসিনা সরকারের সহযোগী হিসেবে ডিপজল, নিখিল, ইলিয়াস মোল্লা, কামাল আহমেদ মজুমদার, সাচ্চু, তুহিনসহ সকল দোসর ও হত্যাকারীর অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে ছাত্র-জনতার পাশাপাশি জুলাই আন্দোলনে নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।