ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে কখনোই ভারতবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। পাকিস্তান বা চীনের প্রভাব নিয়ে ভারতের যে কোনো আশঙ্কাকে সরাসরি নাকচ করে দিয়ে এ কথা বলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম দ্যা প্রিন্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক বহু দশকের পুরোনো, যা পারস্পরিক আস্থা, অর্থনৈতিক স্বার্থ এবং গভীর সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে গড়ে উঠেছে।
রিয়াজ হামিদুল্লাহ বলেন, ভারতের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের মাটি কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।
বাংলাদেশে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান তৎপরতা, একইসঙ্গে চীন ও পাকিস্তানের সঙ্গে ঢাকার কূটনৈতিক সম্পৃক্ততা নিয়ে ভারতের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এমন মন্তব্য করেছেন দিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূত।
সাক্ষাৎকারে এই কূটনীতিক ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ভবিষ্যৎ রূপরেখাও তুলে ধরেন, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে ধারাবাহিকতা, সাংস্কৃতিক আত্মীয়তা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অভিন্নতাকে।
তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের সামনে শেখা এবং দক্ষতা গড়ে তোলার মতো খাতে একসঙ্গে কাজ করার বড় সুযোগ রয়েছে, যা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারই করবে না, বরং উভয় সমাজের জন্য টেকসই মূল্য সৃষ্টি করবে। আসল চ্যালেঞ্জ হচ্ছে আমরা কি আমাদের অর্থনৈতিক স্বার্থগুলো এমনভাবে গঠন করতে পারি, যাতে এই সম্পর্ক নিরাপত্তা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে পারে?’ অনুবাদ: দেশ রুপান্তর।