শিরোনাম
◈ অন্তরঙ্গ ভিডিও দেখিয়ে ব্ল‍্যাকমেইল করে টাকা নেন, চাঁদা না পেয়ে মোবাইল ছিনিয়ে নিয়েছিলেন সোহাগ ◈ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিবৃতি,গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি ◈ ৩০ বছর পর ফুটলো পদ্ম, ফিরে এল কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবিকার আশ্বাস ◈ গোপালগঞ্জে সংঘর্ষের পর সুনসান নীরবতা, কারফিউর মধ্যে থমথমে পরিস্থিতি ◈ কোকেন পাচারে গ্রেফতার, সন্তানের সঙ্গে যোগাযোগহীন অস্ট্রেলিয়ান তারকা ম্যাকগিল ◈ ২৪ দলের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ভাবনা, দু’ধাপে টেস্ট বিশ্বকাপ নিয়েও আলোচনা আই‌সি‌সির সভায় ◈ গোপালগঞ্জ সংঘর্ষ নিয়ে বিভ্রান্তিকর ছবি ও তথ্য ছড়ানোর অভিযোগ! ◈ হরভজন সিং‌য়ের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন বাংলাদেশের ক্রিকেটার মে‌হে‌দি হাসান ◈ ১০ বছর ধরে খেলছি, জ‌য়ের ব‌্যাপা‌রে বিশ্বাসের কোনো কমতি ছিল না: লিটন দাস ◈ ইসরাইল ১২ দিনের যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে কালোজাদু দাবি ইরানের, মোসাদের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্রের কিংবদন্তি জনপ্রিয় তামিল অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই

তেলুগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই। ৮৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই বর্ষীয়ান শিল্পী। রোববার (১৩ জুলাই) ভারতের হায়দরাবাদে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন এই অভিনেতা।

১৯৪২ সালের ১০ জুলাই অন্ধ্রপ্রদেশের কাঙ্কিপাদু গ্রামে জন্ম নেওয়া কোটা শ্রীনিবাস রাও চিকিৎসকের সন্তান ছিলেন। বাবা-পুত্রের পেশার স্বপ্ন এক হলেও, জীবনের মোড়ে তিনি বেছে নেন অভিনয়ের পথ।

সত্তর দশকে নাটক দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন। ১৯৭৮ সালে ‘প্রণাম খারিদু’ সিনেমার মাধ্যমে তেলুগু রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয় দক্ষতা, স্বতঃস্ফূর্ততা আর বহুমাত্রিক চরিত্রে সহজ উপস্থাপনায় দর্শকের মন জয় করে নেন তিনি।

চার দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন প্রায় ৭৫০টির বেশি সিনেমায়, অর্জন করেছেন ভারতের পদ্মশ্রী সম্মান। শুধু তেলুগু নয়, তামিল, কন্নড়, হিন্দি ও মালয়ালম ভাষার চলচ্চিত্রেও দাপটের সঙ্গে কাজ করেছেন।

বলিউডে তাকে দেখা গেছে রামগোপাল ভার্মা পরিচালিত ‘সরকার’ সিনেমায়, যেখানে তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেন ‘সিলভার মণি’ চরিত্রে। অভিনয়ের পাশাপাশি কোটা শ্রীনিবাস রাও যুক্ত ছিলেন রাজনীতির সঙ্গেও। তিনি একসময় বিজেপি থেকে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগত হারাল এক অভিজ্ঞ ও দক্ষ অভিনেতাকে, যার অভিনয়প্রতিভা বহু ভাষা ও প্রজন্মের দর্শককে মুগ্ধ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়