শিরোনাম
◈ ফরিদপুরে গরু চুরির আতঙ্কে সালথা উপজেলা বাসী! ◈ চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শঙ্কা ◈ টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা ◈ সরিষাবাড়ীতে চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলন : ভালো দাম পাওয়ায় খুশি কৃষক ◈ বন্ধ হচ্ছে শিল্প-কারখানা, স্থবির ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ  ◈ দেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ ◈ সা‌কিব বল‌লেন আমার বেস্ট‌ফ্রেন্ড নেই,  তামিম ও মুশফিক ভালো বন্ধু ◈ সব চেয়ে দুর্ভাগ্যজনক উনি আমাদের দলের চেয়ারম্যান, একটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক: কাজী ফিরোজ রশীদ ◈ এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী ◈ হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ 

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে পরিচালক সুভাষ ঘাইয়ের ওপর হাত তুলেছিলেন সালমান

একবার এক পার্টিতে পরিচালক সুভাষ ঘাইয়ের ওপর হাত তুলেছিলেন সালমান খান। এরপর অবশ্য বাবা সেলিম খানের হস্তক্ষেপে সুভাষ ঘাইয়ের কাছে ক্ষমাও চেয়ে নেন বলিউডের ভাইজান। আসলে সেদিন কি ঘটেছিল?

জানা যায়, পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে ঝগড়া হয় সালমান খানের। একটি পার্টিতে সুভাষ ঘাই তাকে চামচ, প্লেট দিয়ে মেরেছিলেন এবং তার জুতায় প্রস্রাবও করে দেন। তারপর রাগে সালমান তার গায়ে হাত তোলেন।

এই বিষয়ে ২০০২ সালে ‘লহেরন’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সালমান কথা বলেছিলেন। অভিনেতা বলেছিলেন, সুভাষজি আমার মুখের উপর প্লেট দিয়ে মারতে থাকেন। হঠাৎই ঘাড় চেপে ধরেছিলেন। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। প্রথমে রেগে গিয়ে নিজেই নিজেকে আঘাত করেছিলাম। একটা সময়ে সুভাষ ঘাইয়ের গায়ে হাত তুলে ফেলেছিলাম। কিন্তু পরের দিনই আমি তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম।

সেলিম খানের হস্তক্ষেপে সালমান ও সুভাষ ঘাইয়ের মধ্যে ঝগড়ার অবসান ঘটে। তিনি তার ছেলেকে বলেন সুভাষ ঘাইয়ের কাছে ক্ষমা চাইতে।

এই প্রসঙ্গে সেলিম একটি সাক্ষাৎকারে বলেন, ঝগড়ার পরের দিন সকালে আমি চা খাচ্ছি, সালমান আমার কাছে এসে আগের রাতের ঘটনাটি জানায়। আমি ওকে বলি সুভাষ ঘাইয়ের কাছে ফোন করে ক্ষমা চাইতে।

এরপর যদিও সুভাষ ঘাই এবং সালমানের মধ্যেও সবকিছু ঠিক হয়ে যায়। ২০০৮ সালে সুভাষ সালমানকে নিয়ে ‘যুবরাজ’ ছবিটি তৈরি করেছিলেন। যদিও সিনেমাটি বক্স অফিসে তেমন চমক তৈরি করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়