শিরোনাম
◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ আদমদীঘিতে অবরোধ করে সড়কে মরিচ ফেলে কৃষকদের প্রতিবাদ ◈ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৪:১৭ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধুর কাছে প্রতারিত হয়ে সর্বস্ব হারাল অভিনেত্রী পূজা

সবচেয়ে কাছের বন্ধু যাকে ভাবেন তার জন্যই এবার বিপদে পড়লেন ‘চ্যালেঞ্জ ২’ অভিনেত্রী পূজা ব্যানার্জি ও তার স্বামী কুনাল বর্মা।
 
অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অনীক ধরসহ অনেকের সঙ্গে গভীর বন্ধুত্ব পূজার। এবার এমনই কোনো এক বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন অভিনেত্রী। জানিয়েছেন, তিনি একেবারে শূন্য হয়ে গেছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে পূজা জানান, তাদের সব টাকা খোয়া গিয়েছে। তিন বছর ধরে বন্ধুত্ব ছিল একজনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তারা। সেই বন্ধুই প্রতারণা করেছেন। 

পূজা জানিয়েছেন, গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাদের জন্য। আগামীতে কী হবে তা নিয়ে চিন্তায় দম্পতি।

এই দম্পতির কথায়, ‘গত তিন মাস যে কিভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এরপর কী হবে! একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাসে অনেক কেঁদেছি। প্রায় স্তব্ধ হয়ে যাই একটা মোটা অঙ্কের টাকা খোয়া গেছে আমাদের। সবটা কষ্টার্জিত অর্থ।’ 

এমন ঘটনার পর দর্শকদের কাছে সাহায্যের আবেদন জানান অভিনেত্রী। এমন সময় তাদের পাশে থাকার অনুরোধ করেন। তাদের কাজ দেখার অনুরোধ করেন পূজার স্বামী কুনালও। যদিও পূজা বা কুনাল কেউই সেই বন্ধুর নাম প্রকাশ্যে আনেননি। কত টাকার প্রতারণা হয়েছে, তাও জানাননি স্পষ্ট করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়