শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৯:২৬ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিপুণের বিরুদ্ধে ‘জালিয়াতির’ অভিযোগ

শিমুল চৌধুরী ধ্রুব: [২] চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে ‘জালিয়াতি’র অভিযোগ তুলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে তিনি মনগড়া বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ এনেছে সমিতির বর্তমান কমিটি। মঙ্গলবার (৩০ জুলাই) সমিতির ষষ্ঠ সভায় বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের সময় ডট কমকে বিষয়টি জানিয়েছেন কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো।

[৩] তিনি বলেন, ‘নিপুণ সাবেক সাধারণ সম্পাদক হিসেবে এটা করতে পারেন না। তিনি অনৈতিকভাবে কাছে থাকা প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন। তিনি সমিতিকে বিব্রত করেছেন, যা জালিয়াতির পর্যায়ে পড়ে। এ কারণে সভায় কমিটির সকলে একমত হয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।’ 

[৪] তিনি আরো জানান, দুই একদিনের মধ্যে তাকে নোটিশ পাঠানো হবে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে নিপুণের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

[৫] চলতি মাসের ১৬ জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রমে একটি বিবৃতি পোস্ট করেছেন নিপুণ আক্তার। ওই বিবৃতিতে ‘সাবেক’ সাধারণ সম্পাদক হিসেবে সই করেছেন তিনি। ফেসবুকে সেটি পোস্ট করার পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। আজ ৩১ জুলাই বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি তার ওয়ালে দেখা গেছে।

[৬] এর আগেও সমিতির বর্তমান কমিটি নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে ‘বাজে মন্তব্য’ করায় সমিতি থেকে নিপুণের সদস্যপদ কেন বাতিল হবে না, জানতে চেয়ে দেওয়া ওই চিঠির জবাব দিয়েছেন নিপুণ। ওই চিঠির জবাবের প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিল্পী সমিতি। সমিতির সভাপতি মিশা সওদাগর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেই নিপুণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সমিতি।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়