শিরোনাম
◈ ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে এক কোটি হিন্দু: পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার ◈ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৪:৪৭ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গানে গানে নিহতদের স্মরণ করল বগুড়ার শিক্ষার্থীরা

আইনুর ইসলাম, বগুড়া: [২] প্রতিবাদী গান, দেয়াল লিখন, চিত্রাংকন এর মধ্য দিয়ে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 

[৩] বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের উপ-শহর এলাকায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

[৪] এসময় শিক্ষার্থীরা প্রতিবাদী গান, দেয়াল লিখন, হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করেন। 

[৫] এদিকে কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীদের সতর্ক অবস্থানে দেখা যায়। 

[৬] সবশেষে শিক্ষার্থীরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের সামনে থেকে হাকিড় মোড়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এবং পরে তাদের মূল সড়ক থেকে সরিয়ে দিয়ে স্নিগ্ধা আবাসিকের ১৩নং রোডের একটি খেলার মাঠের দিকে পাঠিয়ে দেয়। 

[৭] কর্মসূচিতে অংশ নেয়া বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, কোটা সংস্কার আন্দোলনে আমাদের অনেক ভাই-বোন নিহত হয়েছেন। তাদের বীরগাথা আত্মত্যাগ স্মরণ করতেই আজ এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছি। গানে গানে, দেয়াল লিখনের মাধ্যমে আমরা নিহতদের স্মরণ করছি। আমরা শিক্ষার্থীদের এই আন্দোলনে আমাদের শিক্ষকদেরও পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

[৮] বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজর দশম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, কোটা আন্দোলন ঘিরে সারা দেশে বর্বরতা ও গণহত্যা চালানো হয়েছে। যা ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।

[৯] বগুড়ার উপ-শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে। তবে রাস্তায় যানজট তৈরী হয়েছিল তাই তাদের মিছিল মূল রাস্তা থেকে সরিয়ে স্নিগ্ধা আবাসিকের ভেতরের রাস্তায় যেতে বলা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়