শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৩, ০১:৩৭ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৩, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে রপ্তানিতে বৈচিত্র্য ও উৎপাদনশীলতা বাড়াতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

এস.ইসলাম জয়: [২] সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মধ্যম আয়ের দেশের ফাঁদ থেকে বাঁচতে হলে বাংলাদেশকে দুই জায়গায় গুরুত্ব দিতে হবে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ এখন উচ্চ আয়ের দেশে যাওয়ার স্বপ্ন দেখছে। এ স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবার আগে রফতানিতে বিচিত্রায়ণ আনতে হবে। পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে হবে।

[৩] বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতার লক্ষ্যে নাগরিক এজেন্ডা : কৃষি, কর্মসংস্থান, অপরিকল্পিত নগরায়ন ও সরকারি পরিষেবা এবং পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।

[৪] দেবপ্রিয় বলেন, বাংলাদেশে যে উন্নয়নের আলোচনা করা হয় তা গড়ের মধ্যে থাকে- যে দেশের প্রবৃদ্ধি এত, মাথাপিছু আয় এত। কিন্তু আমরা বিভাজিত পর্যায় থেকে দেখার চেষ্টা করেছি, যারা সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠী রয়েছে তারা কেমন আছে।

[৫] বাংলাদেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা করছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

[৬] তিনি বলেন, আমরা প্রত্যাশা করি বাংলাদেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন হবে। নাগরিক হিসেবে এই ভরসাটা রাখি। সেই ভরসায় আগে থেকেই কিছু গবেষণার কাজ প্রস্তুত করে রেখেছি। যাতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার প্রস্তুত করার জন্য এ কাজগুলো বিবেচনা করবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

[৭] তিনি বলেন, আমাদের গবেষণা নিয়ে সব ধরনের রাজনৈতিক দলের কাছে তখনই যাবো, যখন নির্বাচন সংক্রান্ত যে বিভ্রান্তি, শঙ্কা ও উদ্বেগ আছে তা কেটে যাবে। আমরা এর জন্য অপেক্ষা করছি।

[৮] কৃষি নিয়ে আলোচনার সময় অনুষ্ঠানে ভারতের একটি গবেষণার পরিসংখ্যান উপস্থাপন করে বলা হয়, সম্প্রতি ভারতের এক গবেষণায় দেখানো হয়েছে যে, যথাযথ পরিকল্পনা ও কৃষির আধুনিকায়ন করা হলে ২০২৫ সালের মধ্যে জিডিপিতে কৃষির অবদান ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার এবং কৃষকের আয় ৮৫ শতাংশ বাড়বে। সে ধরনের সম্ভাবনা বাংলাদেশেও করা সম্ভব। সেক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের কৃষকদের আধুনিকায়নের ওপর জোর দেওয়ার পাশাপাশি কৃষকের সঙ্গে সরাসরি বাজারের সংযোগ ঘটাতে হবে।

[৯] সেমিনারে অপরিকল্পিত নগরায়নের নানা দিক উঠে আসে বিশেষজ্ঞদের বক্তব্যে। সেবা পাওয়া জনগণে অধিকার উল্লেখ করে বক্তারা বলেন, শহরের সামাজিক নিরাপত্তা খাতের দিকে নজর দিতে হবে। এ জন্য স্বল্প মেয়াদি পরিকল্পনা না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়