শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সীমান্তে আর একটি হত্যাকাণ্ড ঘটলেই সীমান্ত অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নাহিদ ইসলাম বলেন, “বিএসএফ বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে গ্রেনেড নিক্ষেপ করছে, বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। আমরা এই আগ্রাসন আর মেনে নেব না। সীমান্তে অনেক বাহাদুরি হয়ে গেছে, সেই বাহাদুরির দিন শেষ। আমাদের সীমান্ত আমরা নিজেরাই রক্ষা করব।”

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। দেশের জনগণ মৌলিক সংস্কারের পক্ষে, এটা তাদের ন্যায্য দাবি। আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন চলাচল পুনরায় চালুর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের আম শিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “বাংলাদেশকে নতুন কাঠামো ও কায়দায় পরিচালনার জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন জরুরি। কেউ যদি মৌলিক সংস্কার, জুলাই সনদ বা ঘোষণাপত্র আটকে রাখার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এর আগে দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশে মিলিত হয়।

এই কর্মসূচিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ছিল উৎসবমুখর পরিবেশ, অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। এনসিপি নেতারা জানান, জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে তারা পদযাত্রা ও সমাবেশের আয়োজন করবে মৌলিক সংস্কার এবং নতুন বাংলাদেশ গঠনের দাবিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়