শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ১১:৩৩ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী বাবার ওপর সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুরের প্রবাসী সুভনের বাবা কন্ট্রাকটার মফিজুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করে মথুরাপুর গ্রামবাসী।

রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুর, গোয়াগাঁও, জয়নগরসহ। 

মানববন্ধনে বক্তারা বলেন, শুভনের বাবা আলহাজ্ব কন্ট্রাক্টর মফিজুর রহমান আমেরিকায় ছেলে-মেয়ের কাছে থাকলেও নিজ দেশের টানে চেয়েছিলো গ্রামে বসবাস করতে। কিন্তু ওনার ভাতিজা আমজাদ হোসেন রুবেলের অত্যাচারে তিনি দিন দিন নির্যাতনের শিকার হচ্ছিল। সেদিন নামাজে যাবে এমন সময় রুবেল হত্যার করার উদ্দেশ্যে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এতে তিনি গুরুত্বর আহত হয়। আমরা রুবেলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তারা আরও বলেন, মফিজ সাহেব একজন সম্মানি ব্যক্তি। ওনি এলাকার মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে আসছিল। এমন একজন ভালো মানুষের ওপর হামলার কারনে আমরা গ্রামবাসীরা মর্মাহত। ওনাকে হত্যার উদ্দেশ্যে সেদিন হামলা করে রুবেল। আমরা এর বিচার চাই।

এ সময় বক্তব্য রাখেন পূর্ব জোড়কানন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফজলের রহমান, আবদুর রহমান, শাহজাহান মোল্লা, কাউসার মাস্টার, আবদুর রাজ্জাক মাস্টার, জিয়াউল হক জিকু, জাহাঙ্গীর মাস্টার, আহাসান উল্লাহ, সোলেমান সুমন, মোস্তফা, মমতাজ হাজারী, আবদুস সুবহান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়