শিরোনাম
◈ বিভাজন ও হিংসা ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার: তারেক রহমান ◈ হাদি হত্যা চেষ্টা:: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁতভাঙা কবির? ◈ আজ থে‌কে ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা  ◈ আয়ের সঙ্গে ব্যয় মিলাতে পারছেন না সাধারণ মানুষ ◈ মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত করা হয়েছে: জামায়াত আমির ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ◈ নিরাপত্তার স্বার্থে আজ ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ: জানালো ডিএমটিসিএল ◈ বিজয় দিবসে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির বিনম্র শ্রদ্ধা ◈ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ◈ তারুণ্যের আকাঙ্ক্ষায় সাজানো বিএনপির ইশতেহার, যুক্ত হচ্ছে ৩১ দফা ও জুলাই সনদ

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০২:০৩ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৩, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশার আলোতে রয়েছে রামপাল, কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

সোহাগ মোল্লা, মোংলা (বাগেরহাট): রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা চীনা পতাকাবাহী জাহাজ এম. ভি জে হ্যায় শনিবার (১০ জুন) ভোরে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে। এর আগে শুক্রবার রাতে জাহাজটি বন্দরের ফেয়ারওয়েবয়া এলাকায় পৌঁছায়। এরপর শনিবার ভোরে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর এ্যাংকোরেজে ভিড়ে কয়লাবাহী জাহাজটি। শনিবার সকাল থেকেই এ জাহাজটি হতে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হয়েছে। 

বিদেশী জাহাজ 'জে হ্যায়' এর স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, খালাসকৃত কয়লা পরিবহণ (লাইটারেজ/নৌযান) করে নেওয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। জেটির নিজস্ব গ্রাস্পের (কামড়ীকল) মাধ্যমে পরিবহণের (নৌযান/লাইটারেজ থেকে) কয়লা উত্তোলণ করে স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে তা মজুদ/সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির কয়লার সেডে/গোডাউনে। 

সংশ্লিষ্ট শিপিং এজেন্ট কর্মকর্তা রিয়াজুল হক বলেন, এর আগে গত ১৬মে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম. ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০হাজার মেট্টিক টন ও ২৯ মে এম. ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫শ’ মেট্টিক টন কয়লা এসেছিলো।

এদিকে কয়লার সংকটের কারণে প্রথমে ৫ জুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পরে ৯ জুন বাঁশখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এই বিদ্যুৎ কেন্দ্র দুইটি বন্ধ হয়ে যাওয়ার দু:সংবাদের মধ্যেই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য সুখবর নিয়েই মোংলা বন্দরে ভিড়েছে কয়লার জাহাজ এম,ভি জে হ্যায়। সম্পাদনা: মাজহারুল ইসলাম

প্রতিনিধি/এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়