শিরোনাম
◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:১০ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্যাক্স রিটার্ন জমায় সময় বাড়ানোর ইঙ্গিত এনবিআরের

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দুই দফা বাড়ানোর পর আগামী ৩১ জানুয়ারির পরও ফের সময় বাড়ানোর আভাস দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এই ইঙ্গিত দেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, 'রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে পরিমাণ রেজিস্ট্রেশন করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য অংশ বাকি রয়ে গেছে, তখন আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করবো।' তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি স্পষ্ট জানান।

এনবিআর চেয়ারম্যান বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, 'এ পর্যন্ত ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ করদাতা ইতোমধ্যে তাদের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।'

উল্লেখ্য, প্রচলিত আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এ বছর বিশেষ পরিস্থিতিতে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে, যার বর্তমান সময়সীমা আগামী ৩১ জানুয়ারি শেষ হতে যাচ্ছে।

আয়কর আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত [রিবেট] সুবিধা থেকে বঞ্চিত হন।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য 'ইন্টারন্যাশনাল কাস্টমস ডে' উপলক্ষ্যে এনবিআর সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়