চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর অপর পারে চরহরিরামপুর ইউনিয়নের ভাটি শালেপুর গ্রামে উন্মুক্ত ফসলি মাঠে কাজ করার সময় এক কিষাণী শেয়ালের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। রবিবার (দুপুরে) এ ঘটনা ঘটে।
আহত কিষাণীর নাম আকলিমা বেগম (৪০)। তিনি ভাটি শালেপুর গ্রামের শেখ সালামের স্ত্রী। বর্তমানে তিনি গুরুতর জখম নিয়ে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে আকলিমা বেগম একা ফসলি মাঠে পেঁয়াজ তুলছিলেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে একটি হিংস্র শেয়াল লাফিয়ে এসে তার নাকে কামড় দেয়। জীবন বাঁচাতে তিনি শেয়ালের সঙ্গে ধস্তাধস্তি করলে শেয়ালটি তার কপাল ও মুখমণ্ডলের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর জখম করে।
কিষাণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদ হোসেন জানান, শেয়ালের কামড়ে আহত নারীর নাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাকে চারটি সেলাই এবং কপালের অংশে আরও কয়েকটি সেলাই দিতে হয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান চিকিৎসক।
উল্লেখ্য, এর আগেও একই এলাকায় হিংস্র শেয়ালের আক্রমণে অন্তত ছয়জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে করে চরহরিরামপুর ইউনিয়নজুড়ে শেয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত শেয়াল নিধন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।