চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বড় কাতলা মাছ। স্থানীয় বাজারে মাছটি ৩২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর একটি পয়েন্টে জাল ফেলেন কয়েকজন জেলে। পরে জাল তুলতেই ধরা পড়ে বিশাল আকৃতির কাতলা মাছটি। খবর ছড়িয়ে পড়লে মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।
জেলেরা জানান, সাম্প্রতিক সময়ে পদ্মা নদীতে বড় আকারের মাছ তুলনামূলক কম ধরা পড়ছে। এমন বড় কাতলা মাছ ধরা পড়ায় তারা বেশ আনন্দিত। পরে মাছটি স্থানীয় আড়তে নিলামে তোলা হলে ৩২ হাজার টাকায় বিক্রি হয়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলেন, নদীর মাছের চাহিদা সব সময়ই বেশি। বিশেষ করে বড় কাতলা মাছ হলে দাম ভালো পাওয়া যায়।
উল্লেখ্য,পদ্মা নদী দেশের অন্যতম প্রধান মিঠাপানির মাছের উৎস হলেও দিন দিন মাছের পরিমাণ কমে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।