শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০১:৩৮ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরো কমলো ব্রয়লার মুরগির দাম

ডেস্ক রিপোর্ট: প্রতি কেজিতে ৮০ থেকে ৯০ টাকা কমে এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। পোলট্রি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৯০-১৯৫ টাকা নির্ধারণের পরেই এমন নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে বাজারে।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা দরে। যা একদিন আগেও ২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হয়েছে। 

ব্যবসায়ীরা জানান, করপোরেট কোম্পানিগুলো দাম কমিয়ে দেওয়ার কারণে প্রান্তিক খামারে মুরগির দাম আরও বেশি কমেছে। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, এ দাম আরও কমতে পারে বলেও জানান তারা।

কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা আবদুল কাদের বলেন, সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পর থেকে মুরগির দাম কমছে। দুই-একদিনের মধ্যে দাম আরও কমতে পারে বলেও জানান তিনি।

ব্রয়লার মুরগির নিম্নমুখী দামের কারণে সোনালি মুরগির দামও কিছুটা কমেছে। বর্তমানে সোনালি মুরগি প্রতি কেজি ৩৫০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও প্রতি কেজি ৩৮০ টাকায় বিক্রি হয়েছে সোনালি মুরগি।

এখনও পাড়া-মহল্লার কিছু দোকানে বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। 

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়