শিরোনাম
◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ◈ তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ ◈ খালেদা জিয়ার কন্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়েছে একটি চক্র (ভিডিও) ◈ জামায়াতসহ ইসলামপন্থি দলগুলো কি নির্বাচন প্রলম্বিত করতে চাইছে ◈ নেপালের বিরু‌দ্ধে দু‌টি আন্তর্জা‌তিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ চিঠিতে মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে: গভর্নর আহসান এইচ মনসুর ◈ এনসিপির নেতাকর্মীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম: দুর্ভোগ কমানোর বদলে সৌন্দর্য বর্ধনে ব্যস্ত ঠাকুরগাঁও প্রশাসন

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, কর্মকর্তারা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কোনো কারণ নেই, তবে অতিরিক্ত সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে। আজ (সোমবার, ৭ জুলাই) দুপুরে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কাস্টমস সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীরা কোনো ধরনের বিড়ম্বনায় পড়বেন না, সেভাবেই কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।’

এসময় তিনি অনলাইনে শুল্ক-কর জমা দেয়ার নতুন সফটওয়্যার উদ্বোধন করেন। জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই শতভাগ সুবিধা পাওয়া যাবে এই অটোমেটেড চালান ব্যবস্থায়। এতে পণ্য খালাসের জট কমবে এবং রাজস্ব সরকারি কোষাগারে সরাসরি জমা হবে।

রাজস্ব আয়ের বিষয়ে তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে এনবিআর ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের শুরুর মাস পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায়ের হিসাব ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।

এছাড়াও এনবিআর চেয়ারম্যান ব্যাগেজ রুলস পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, ‘সাধারণ যাত্রীরা বছরে ১টি মোবাইল এবং প্রবাসীরা বছরে ২টি মোবাইল বিনা ট্যাক্সে আনতে পারবেন। ব্যাগেজ রুলস অনুযায়ী সর্বোচ্চ ১০ ভরি স্বর্ণ বিনা শুল্কে আনতে পারবে যাত্রীরা।’

তিনি বলেন, ‘রাজস্ব বিভাগ সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিকভাবেই কাজ করছে। আন্দোলনের নামে কেউ দায়িত্বচ্যুত হলে, তার দায় এনবিআর নেবে না।’

রাজস্ব ব্যবস্থার স্বচ্ছতা ও আধুনিকীকরণে এনবিআর অটোমেশনকে গুরুত্ব দিচ্ছে বলেও জানান আব্দুর রহমান খান। সূত্র: এখনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়