শিরোনাম
◈ ইসরায়েলের দিকে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বাজছে সতর্কতামূলক সাইরেন ◈ বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ সৃষ্টির জন্য আইন সংশোধনে ফলকার তুর্কের উদ্বেগ ◈ সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসে কক্ষে কক্ষে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার ◈ খুব দেরি হওয়ার আগেই’ ইরানের আলোচনায় ফেরা উচিত: ট্রাম্পের হুঁশিয়ারি ◈ ভুটান থে‌কে ফি‌রে জাতীয় দলের ক্যাম্পে যোগ দি‌লেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা ◈ সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ ◈ আতঙ্কে দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা ◈ ইশরাককে ‘মেয়র’ পরিচয়ে নগর ভবনে সভা: যা বললেন উপদেষ্টা আসিফ ◈ স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হাঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে (ভিডিও) ◈ ৫ দেশে নতুন মিশন খুলছে বাংলাদেশ সরকার

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৪:৫৭ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আবারও বড় ধরনের দরপতনের মুখে পেড়েছে স্বর্ণের বাজার। মার্কিন-চীন বাণিজ্যে শুল্ক নিয়ে ইতিবাচক আলোচনায় বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুটির দাম কমছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোমবার (১২ মে) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে প্রায় ১ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ২৭৭ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও প্রায় ২ শতাংশ কমেছে স্বর্ণের দর। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ২৭৯ দশমিক ২০ ডলারে বিক্রি হচ্ছে।

রোববার (১১ মে) যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চ স্তরের বাণিজ্য আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। যেখানে বাণিজ্য ঘাটতি কমাতে একটি ‘চুক্তি’ করার কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে চীনা কর্মকর্তারা জানিয়েছেন তারা ‘গুরুত্বপূর্ণ ঐকমত্যে’ পৌঁছেছেন।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন বাণিজ্য আলোচনায় অগ্রগতির কথা বলার সঙ্গে সঙ্গে ডলার সূচকে উন্নতি হয়েছে। এতে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের কদর কমেছে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর প্রায় একইরকম শুল্ক আরোপ করে। এর ফলে বাণিজ্য যুদ্ধ শুরু হয়, যা বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা বাড়িয়ে তোলে।

এদিকে বিশ্ববাজারে দর কমার প্রেক্ষিতে টানা ২ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার (১০ মে) ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৭৬০ টাকা। রোববার (১১ মে) থেকে দেশের বাজারে নতুন এই দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

সবশেষ ঘোষিত দাম অনুযায়ী, দেশে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭০ হাজার ৭৬০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি  ১ লাখ ৬৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ৭১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৫৩২ টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়