শিরোনাম
◈ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের ৮ মু‌ক্তি‌যোদ্ধা ও ২ সামরিক অ‌ফিসারসহ ২০ জ‌নের প্রতিনিধি দল ◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল ◈ দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির আছে—তারেক রহমান ◈ মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: পরিচয় মেলেনি গৃহকর্মী আয়েশা’র ◈ জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন, বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১২:২৩ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জনম‌নে আতঙ্ক-উ‌দ্বেগ, ১১ মাসে খুন ৩ হাজার ৫০৯

ডেস্ক রি‌পোর্ট : খুন, ছিনতাই, ধর্ষণ, অপহরণ। বছর জুড়ে রীতিমতো আতঙ্ক-উদ্বেগ তৈরি করেছে জনমনে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে কারও না কারও পোস্ট। বিশেষ করে ছিনতাইয়ের শিকার হওয়ার লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগীরা। দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত। ঘটছে প্রকাশ্যে বীভৎস খুনের ঘটনা। চলন্ত বাসে ডাকাতি ও ‘ধর্ষণের’ ঘটনায় বেড়েছে উদ্বেগ। প্রকাশ্যে গণপরিবহনে হেনস্তার শিকার হচ্ছে নারীরা। ঢাকায় খুন হয়েছে বিদেশি নাগরিক। মব সন্ত্রাসে হত্যা করা হয়েছে মানুষ। 

সবমিলিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় মানুষ। আবার কোথাও কোথাও অপরাধ দমাতে গেলে হামলার শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। --- মানবজ‌মিন

বিশেষজ্ঞরা বলছেন, গণ-অভ্যুত্থানের পর দেশে অপরাধের মাত্রা কয়েকগুণ বাড়তি ছিল। বর্তমান সময়ে অপরাধ কমে এলেও প্রতিনিয়ত ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হচ্ছে মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামনে রয়েছে আরও বড় চ্যালেঞ্জ। অপরাধ মোকাবিলায় পুলিশের সক্রিয়তা আরও বেশি জরুরি। আরও বেশি কঠোর হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। 

পুলিশের হিসাব মতে, গত ১১ মাসে সারা দেশে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৫০৫টি। 

এসব মামলার বিশ্লেষণে পাওয়া গেছে- ছিনতাই, অপহরণ, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন ও দস্যুতার মতো ঘটনা অস্বাভাবিক মাত্রায় বেড়েছে। খুনও হচ্ছে প্রতিনিয়ত। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে অপরাধের মামলা হয়েছে ১৪ হাজার ৫৭২টি ও ফেব্রুয়ারিতে ১৩ হাজার ২টি। মার্চে ১৬ হাজার ২৪০টি। এপ্রিলে ১৬ হাজার ৩৬৮টি। মে মাসে ১৬ হাজার ৪৫টি। জুন মাসে ১৫ হাজার ১৬৭টি। 

জুলাই মাসে ১৫ হাজার ৩৮৯টি। আগস্টে ১৫ হাজার ৬৫৬টি। সেপ্টেম্বরে ১৫ হাজার ৪৩১টি। অক্টোবরে ১৬ হাজার ১৭০টি ও নভেম্বরে ১৪ হাজার ৪৬৫টি। চলতি বছর দেশে এই ১১ মাসে ডাকাতি, দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, পুলিশের ওপর হামলা, চুরি, সিঁধল চুরিসহ অন্যান্য অপরাধে মোট মামলা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৫০৫টি। 

২০২৪ সালে দেশে মোট অপরাধে মামলার সংখ্যা ছিল ১ লাখ ৭২ হাজার ৫টি এবং ২০২৩ সালে মামলার সংখ্যা ছিল ১ লাখ ৯৫ হাজার ৪৩৬টি। পুলিশের তথ্যমতে, সারা দেশের এসব মামলার বিশ্লেষণে দেখা গেছে ডাকাতি, ছিনতাই, দস্যুতা খুন, অপহরণ ও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। 

১১ মাসে ডাকাতির ঘটনা ঘটেছে ৫৭৮টি, দস্যুতা ১ হাজার ৮০৩টি, খুন ৩ হাজার ৫০৯টি, নারী ও শিশু নির্যাতন মামলা ২০ হাজার ৬৯১টি, অপহরণ ১ হাজার ১৪টি, পুলিশের ওপর হামলা ৫৭২টি, সিঁধল চুরি ২ হাজার ৮১৯টি, চুরি ৯ হাজার ৪টি ও অন্যান্য মামলা ৭৫ হাজার ৮৬১টি। ১১ মাসে বিভিন্ন অপরাধে ঢাকায় মামলা হয়েছে ১৭ হাজার ৫০২টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়