শিরোনাম
◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার ◈ কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে মা–বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে শাহিন আটক

প্রকাশিত : ২৪ জুন, ২০২৫, ০১:১৩ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমণ্ডির যুব মহিলা দল নেত্রীর নামে ছড়ানো এডাল্ট ভিডিও ভুয়া: রিউমর স্ক্যানার

সম্প্রতি এক নারীর একটি এডাল্ট ভিডিও ‘ধানমণ্ডির যুব মহিলা দলের প্রচার সম্পাদক শায়লা শারমিন চৌধুরীর শরীর প্রচার করা দেখুন’ ক্যাপশনে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে যুব মহিলা দল নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অনুমোদিত কোনো অঙ্গ কিংবা সহযোগী সংগঠনই নেই বলে জানিয়েছে রিউমর স্ক্যানার। 

ওই ভিডিও নিয়ে রিউমর স্ক্যানার জানায়, ইন্টারনেট থেকে এক ভারতীয় নারীর ভিডিও সংগ্রহ করে তা ধানমণ্ডির যুব মহিলা দলের প্রচার সম্পাদক শায়লা শারমিন চৌধুরীর দাবিতে প্রচার করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে ‘Aabha Paul’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্টকৃত ২০২২ সালের ২ অক্টোবর প্রচারিত একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচার করা একটি ভিডিওর পুরোপুরি মিল খুঁজে পাওয়া গেছে।

ওই অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে অ্যাকাউন্টটি থেকে এমন আরো ভিডিও প্রচার করতে দেখা যায়।

জানা যায়, আভা পাল একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল। অ্যাকাউন্টটিতে লোকেশন হিসেবে ভারতের নাম উল্লেখ রয়েছে।

রিউমর স্ক্যানার টিম এ বিষয়ে জানতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, যুব মহিলা দল নামে বিএনপির কোনো সংগঠনই নেই।

পরবর্তীতে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দলটির ৯টি সহযোগী ও ২টি অঙ্গ সংগঠনের নাম পাওয়া যায়। ১১টির সংগঠনের মধ্যে যুব মহিলা দল নামে কোনো সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি।

সহযোগী সংগঠনগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এ ছাড়া অঙ্গসংগঠনগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

রিউমর স্ক্যানার জানায়, ইন্টারনেট থেকে ভারতীয় নারীর ভিডিও সংগ্রহ করে কথিত যুব মহিলা দলের ধানমণ্ডি শাখার প্রচার সম্পাদকের এডাল্ট ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়