খাদেমুল বাবুল, জামালপুর: [২] জামালপুরে বিসিক শিল্পনগরীতে একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগোকুল আটক করে শ্রমিকরা। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়।
[৩] মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ বন্যপ্রাণীটি আটক করে নগরীর শ্রমিকরা।
[৪] জানা যায়, বিসিক শিল্পনগরীর আরসিআই লিমিটেডের গোডাউনের বাইরের পেছন অংশে পেঁপে গাছের নিচে গন্ধগোকুলটি দেখতে পান শ্রমিকরা। এ সময় ওই কারখানার শ্রমিক মান্নান সুকৌশলে অক্ষত অবস্থায় প্রাণীটিকে আটকে ফেলেন। পরে তারা জামালপুর বন বিভাগকে খবর দেন।
[৫] জামালপুর সামাজিক বনায়ন প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, প্রাণীটির নাম গন্ধগোকুল। চিকিৎসা দেওয়ার পর বনে অবমুক্ত করা হবে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :