শিরোনাম
◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ১১:০২ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ১১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় পর্ণগ্রাফী মামলায় যুবকের ২ বছর সশ্রম কারাদন্ড

সাগর আকন, বরগুনা: [২] নারীর একান্ত ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত হলে সাইফুল ইসলাম সজল নামের এক যুবককে দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হারুন অর রশিদ এ রায় ঘোষনা করেন।

[৩] দন্ডপ্রাপ্ত আসামী সাইফুল ইসলাম সজল (২২) তিনি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের মো: খলিলুর রাহমানের ছেলে। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন, ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর উত্তম কুমার গুহ।

[৪] জানা যায়, আসামীর প্রতিবেশী বাদী ওই নারীর স্বামীর সঙ্গে দন্ডপ্রাপ্ত আসামীর ভালো সম্পর্ক থাকার কারনে প্রায় তার ঘরে আসামী আসতেন। কোন এক ফাঁকে আসামী ওই নারী ফোন না বলে নিয়ে যায়। ফোনে নারীর ব্যক্তিগত একান্ত কিছু ছবি ছিল। সেই ছবিগুলো আসামী সজল তার ফোনে নিয়ে যায়। পরে সজল নারীর ফোনটি ফেরৎ দেয়। আসামী নারীর ছবি দিয়ে অনিতা ইসলাম নামে একটি আইডি খুলেন। নারী সেই আইডির পাসওয়ার্ড চাইলে আসামী দেয়নি। কিছুদিন পরে নারীর স্বামীর সঙ্গে সজলের জমি নিয়ে বিরোধ হয়। তখন আসামী সজল ২০২১ সালের ২৭ জুন রাত অনুমান ১০টার সময় ওই আসামী নারীর একান্ত ব্যক্তিগত ছবিগুলো সামাজিক যোগাযোগ ফেসবুকে ছাড়িয়ে দেয়। নারী বরগুনা থানায় মামলা করে। 

[৫] নারী বলেন, আসামী আমার সরলতার সুযোগ নিয়ে আমার সামাজিক মানসিক ক্ষতি করেছে। আমার সংসার ভাঙার উপক্রম হয়েছিল। রায়ে আমি সন্তুষ্ট।

[৬] ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর উত্তম কুমার গুহ বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আসামী কারাগারে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়