শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ১১:০২ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ১১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় পর্ণগ্রাফী মামলায় যুবকের ২ বছর সশ্রম কারাদন্ড

সাগর আকন, বরগুনা: [২] নারীর একান্ত ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত হলে সাইফুল ইসলাম সজল নামের এক যুবককে দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হারুন অর রশিদ এ রায় ঘোষনা করেন।

[৩] দন্ডপ্রাপ্ত আসামী সাইফুল ইসলাম সজল (২২) তিনি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের মো: খলিলুর রাহমানের ছেলে। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন, ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর উত্তম কুমার গুহ।

[৪] জানা যায়, আসামীর প্রতিবেশী বাদী ওই নারীর স্বামীর সঙ্গে দন্ডপ্রাপ্ত আসামীর ভালো সম্পর্ক থাকার কারনে প্রায় তার ঘরে আসামী আসতেন। কোন এক ফাঁকে আসামী ওই নারী ফোন না বলে নিয়ে যায়। ফোনে নারীর ব্যক্তিগত একান্ত কিছু ছবি ছিল। সেই ছবিগুলো আসামী সজল তার ফোনে নিয়ে যায়। পরে সজল নারীর ফোনটি ফেরৎ দেয়। আসামী নারীর ছবি দিয়ে অনিতা ইসলাম নামে একটি আইডি খুলেন। নারী সেই আইডির পাসওয়ার্ড চাইলে আসামী দেয়নি। কিছুদিন পরে নারীর স্বামীর সঙ্গে সজলের জমি নিয়ে বিরোধ হয়। তখন আসামী সজল ২০২১ সালের ২৭ জুন রাত অনুমান ১০টার সময় ওই আসামী নারীর একান্ত ব্যক্তিগত ছবিগুলো সামাজিক যোগাযোগ ফেসবুকে ছাড়িয়ে দেয়। নারী বরগুনা থানায় মামলা করে। 

[৫] নারী বলেন, আসামী আমার সরলতার সুযোগ নিয়ে আমার সামাজিক মানসিক ক্ষতি করেছে। আমার সংসার ভাঙার উপক্রম হয়েছিল। রায়ে আমি সন্তুষ্ট।

[৬] ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর উত্তম কুমার গুহ বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আসামী কারাগারে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়