সোহাগ হাসান, সিরাজগঞ্জ: [২] পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন।
[৩] আটকরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানার দাইমুল্যা গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে মো. শাফায়েত ফকির (৩৫), রংপুর জেলার মিঠাপুকুর থানার বাহাদুরপুর গ্রামের মৃত ইমদাদুলের ছেলে মো. জুয়েল মিয়া (৩০)।
[৪] অপরদিকে, বগুড়া শিবগঞ্জ থানার সিহালী গ্রামের মো. বাছেদ ফকির অরফে আ. বাছেদ (৩২), জয়পুরহাট জেলার কালাই থানার সমশিরা গ্রামের মো. মিজানুর রহমান (২৮)।
[৫] সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে মো. শাফায়েত ফকির ও মো. জুয়েল মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ইয়াবা জব্দ করা হয়।
[৬] অপরদিকে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সয়দাবাদের সদানন্দপুর মিয়াবাড়ী মার্কেটের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে বাছেদ ফকির অরফে আঃ বাছেদ ও মো. মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ইয়াবা জব্দ করা হয়।
[৭] আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :