শিরোনাম
◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ১১:৪০ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ১১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিত্যপণ্যের বাজারে অভিযান: ৮ ব্যবসায়ীকে জরিমানা

হারুন-অর-রশীদ: পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে ৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে সালথা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী । 

একই সময় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন, পাইকারী ও খুঁচরা পর্যায়ে পণ্যের অস্বাভাবিক দর বৃদ্ধি বিদ্যমান কি-না ও লাইসেন্স অনুমোদিত পরিমাণ অপেক্ষা অধিক চালের মজুদ করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়সহ সালথা থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।

এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অসংগতির কারণে মুদি দোকানদার দুলাল মীর, ফজল আলী, মাংস ব্যবসায়ী কুদ্দুস মোল্লা, সাগর ইসলাম, বিল্লাল, লুৎফর, ইরানসহ মোট ৮ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে ১হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়েছে। বিভিন্ন অপরাধে ৮ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয় ও তাৎক্ষণিক আদায় করা হয়।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়